পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকই শেষ নয়। ফের একবার ২২ গজে মুখোমুখি হতে চলেছে দুই দেশ। কোথায়, কবে দেখা যাবে সেই ম্যাচ?
এশিয়া কাপের পর সকলেরই নজর এবার মেয়েদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে। সেখানেই ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। তবে এবার সূর্যকুমার যাদবরা নয়, খেলবেন স্মৃতি মন্ধনারা।
গত ১৪ সেপ্টেম্বর থেকে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্কের সূত্রপাত। এশিয়া কাপে সেদিনই ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ ছিল। এরপর ২১ সেপ্টেম্বর অর্থাৎ পরবর্তী উইকএন্ডেও ফের দুই দল মুখোমুখি হয়েছিল। ৭ দিন পর ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল ম্যাচেও পাকিস্তানকে পরাজিত করে হ্যাটট্রিক গড়ে ভারত।
এবার ফোকাসে মেয়েদের টিম। আগামী ৫ অক্টোবর যারা মুখোমুখি হবে পাকিস্তানের। শ্রীলঙ্কার কলোম্বো শহরে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রেমদাসা স্টেডিয়ামের এই ম্যাচ ঘিরেও উত্তেজনা বাড়ছে। এবার দেখার ছেলেদের মতো মেয়েদের টিমও কি পাকিস্তানকে গোহারা হারাবে? সেখানেও কি হাত মেলানো নিয়ে কোনও বিতর্ক তৈরির সম্ভাবনা রয়েছে? তবে এই ম্যাচের আগে ভারত এবং পাকিস্তানের একটি করে ম্যাচ খেলা হয়ে যাবে। মঙ্গলবারই রয়েছে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ। ফাইনাল ম্যাচ রয়েছে আগামী ২ নভেম্বর।
পাহেলগাঁও হামলার পর থেকে, অনেকেই দাবি তুলেছিলেন, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা উচিত নয় ভারতীয় ক্রিকেট দলের। লেজেন্ডস লিগেও ভারত-পাকিস্তান ম্যাচ না খেলার কথা জানিয়েছিলেন হরভজন সিংরা। ফলে সেই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠলেও, ভারত দল তুলে নেয়। BCCI-এর প্রাক্তন সভাপতি মনে করেন, ভারত-পাকিস্তান ক্রিকেট অন্য দেশে হওয়া নিয়ে সমস্যার কিছু নেই।