Advertisement

India vs Australia: অস্ট্রেলিয়া সিরিজে দলে অশ্বিন, বিশ্বকাপেও শিকে ছিঁড়বে?

এশিয়া কাপ (Asia Cup 2023) চ্যাম্পিয়ন হওয়ার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। সোমবার এই তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষনা করেছে বিসিসিআই (BCCI)। সেই দলে সবচেয়ে বড় চমক বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma) নেই। বিশ্বকাপের দলে না থাকলেও এই সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

ভারতীয় দল ও রবিচন্দ্রন অশ্বিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2023,
  • अपडेटेड 1:10 PM IST
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে অশ্বিন
  • কেন নেওয়া হল তাঁকে?

এশিয়া কাপ (Asia Cup 2023) চ্যাম্পিয়ন হওয়ার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। সোমবার এই তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষনা করেছে বিসিসিআই (BCCI)। সেই দলে সবচেয়ে বড় চমক বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma) নেই। বিশ্বকাপের দলে না থাকলেও এই সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।


এশিয়া কাপ চলাকালীন চোট পেয়েছেন অক্ষর প্যাটেল। বিশ্বকাপের দলে তিনি থাকলেও এই চোট সারতে কতটা সময় লাগবে সেটা এখনও জানা যাচ্ছে না। এশিয়া কাপের ফাইনালের আগে চোট পেয়েছিলেন ভারতীয় দলের স্পিনার। তাঁর জায়গায় ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হলেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই অনভিজ্ঞ স্পিনার কি প্রভাব ফেলতে পারবেন? সেটাই এখন বড় প্রশ্ন। সেই জন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে দলে এসেছে অশ্বিন। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেজ্ঞরা। এখন প্রশ্ন হল কতটা গুরুতর অক্ষর প্যাটেলের চোট?


বিশ্বকাপে সুযোগ পাবেন অশ্বিন?
রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অশ্বিনকে না খেলানো নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। বিশ্বকাপে যদি অশ্বিন খেলেন তা হলে তাঁর অভিজ্ঞতা যেমন কাজে লাগবে, পাশাপাশি তাঁর ব্যাটিংও সমৃদ্ধ করবে ভারতীয় দলকে। ফলে অক্ষর প্যাটেলের চোট যদি গুরুতর হয়, তা হলে অশ্বিন সুযোগ পেতেই পারেন। 

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২২ সেপ্টেম্বর, মোহালিতে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২২ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর ইন্দোরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৭ সেপ্টেম্বর রাজকোটে হবে সিরিজের শেষ ম্যাচ। ওয়ানডে সিরিজের পর বিশ্বকাপ খেলবে ভারতীয় দল। বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম ম্যাচ ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৯ নভেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

Advertisement


প্রথম দুই ম্যাচের দল- কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
 

তৃতীয় ম্যাচের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল (ফিটনেস দেখে সুযোগ), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।

    
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement