Advertisement

Sri Lanka vs India: ক্যাপ্টেন ধাওয়ান! শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা BCCI-র

শ্রীলঙ্কা সিরিজে ভারতের একেবারে যুব দল খেলবে। টিমে রয়েছেন ক্রুনাল ও হার্দিক পান্ডিয়াও। বিজয় হাজারে ট্রফিতে রেকর্ড ব্রেকিং পারফর্ম্যান্স ও আইপিএল-এ ভাল খেলার জন্য দলে জায়গা পেয়েছন পৃথ্বী শ।  আইপিএল-এ ডেবিউ করা ফাস্ট বোলার চেতন সাকারিয়াও স্কোয়াডে থাকছেন।

শিখর ধাওয়ান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 10 Jun 2021,
  • अपडेटेड 11:59 PM IST
  • তিনটি একদিনের ম্যাচ ও ৩টি T20 ম্যাচ খেলবে ভারত
  • টিমে রয়েছেন ক্রুনাল ও হার্দিক পান্ডিয়া
  • শ্রীলঙ্কা সফরে ভারতের ক্যাপ্টেন শিখর ধাওয়ান

জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দল। শ্রীলঙ্কায় T20 ও একদিনের ম্যাচের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। শ্রীলঙ্কা সফরে ভারতের ক্যাপ্টেন শিখর ধাওয়ান। ভাইস ক্যাপ্টেন ভুবনেশ্বর কুমার। ১৩ জুলাইয়ে শ্রীলঙ্কার সফর শুরু। তিনটি একদিনের ম্যাচ ও ৩টি T20 ম্যাচ খেলবে ভারত।

শ্রীলঙ্কা সিরিজে ভারতের একেবারে যুব দল খেলবে। টিমে রয়েছেন ক্রুনাল ও হার্দিক পান্ডিয়াও। বিজয় হাজারে ট্রফিতে রেকর্ড ব্রেকিং পারফর্ম্যান্স ও আইপিএল-এ ভাল খেলার জন্য দলে জায়গা পেয়েছন পৃথ্বী শ।  আইপিএল-এ ডেবিউ করা ফাস্ট বোলার চেতন সাকারিয়াও স্কোয়াডে থাকছেন।

 

শ্রীলঙ্কায় প্রেমদাস ও কলম্বো স্টেডিয়ামে খেলা হবে। 

একনজরে ভারতের স্কোয়াড শ্রীলঙ্কা সফরে

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), পৃথ্বী শ, দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মণীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নীতিশ রানা, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পান্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (ভাইস ক্যাপ্টেন), দীপক চাহার, নভদীপ সাইনি ও চেতন সাকারিয়া।

নেট বোলার: ইশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র, অর্শদীপ সিং, সাই কিশোর ও সিমরজিত সিং।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement