ইংল্যান্ড সফরের পর ভারতকে (Team India) ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফর করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (West Indies Cricket Board) বুধবার সফরসূচি প্রকাশ করেছে। এই সফরে ভারতকে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। উল্লেখযোগ্যভাবে, এই সময়ে শেষ দু'টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ফ্লোরিডায়।
পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ২২ জুলাই ওয়ানডে ম্যাচ দিয়ে সফর শুরু হবে। এর পর এই মাঠে হবে অন্য দুটি ওয়ানডে (২৪ ও ২৭ জুলাই)। এরপর তিনটি ভিন্ন ভেন্যুতে পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ জুলাই ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে (পোর্ট অফ স্পেন) প্রথম টি-টোয়েন্টি খেলা হবে। এরপরে ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ফ্লোরিডার লডারহিলে ৬ ও ৭ আগস্ট শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভারতের উইন্ডিজ সফরের সূচি:
২২ জুলাই প্রথম ওয়ানডে, পোর্ট অফ স্পেন
২৪ জুলাই দ্বিতীয় ওয়ানডে, পোর্ট অফ স্পেন
২৭ জুলাই, তৃতীয় ওয়ানডে, পোর্ট অফ স্পেন
(ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে সমস্ত ওডিআই ম্যাচ)
২৯ জুলাই প্রথম টি২০, পোর্ট অফ স্পেন
১ আগস্ট দ্বিতীয় টি২০, সেন্ট কিটস এন্ড নেভিস
২ আগস্ট তৃতীয় টি২০, সেন্ট কিটস এন্ড নেভিস
৬ আগস্ট চতুর্থ টি২০, ফ্লোরিডা
৭ আগস্ট পঞ্চম টি২০, ফ্লোরিডা
(ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু সমস্ত টি২০ ম্যাচ)
আরও পড়ুন: 'জীবনের নতুন অধ্যায়', কী করবেন সৌরভ? জানালেন নিজেই
আসন্ন সিরিজ সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান বলেছেন, ''ওয়েস্ট ইন্ডিজ দল যে ধরনের ক্রিকেট খেলার জন্য বিখ্যাত তা দেখানোর জন্য আমাদের তরুণ দল যথাসাধ্য চেষ্টা করবে।'' ভারত তাদের ইংল্যান্ড সফর শেষ করবে ১৭ জুলাই। সফর থেকে বাছাই করা খেলোয়াড়রা সরাসরি ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজে যাবেন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ 'ফ্যানকোড' অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে।