Advertisement

India VS Afghanistan 1st T20: ১৪ মাস পর টি২০-তে নেমেও ০, গিলের উপর রেগে গেলেন রোহিত; VIDEO

১৪ মাস পরে টি২০ ক্রিকেটে নেমেই ব্যর্থ রোহিত শর্মা (Rohit Sharma)। আফগানিস্তানের (India VS Afghanistan) বিরুদ্ধে প্রথম ওভারেই রান আউট হয়ে ফিরতে হল ভারতের ক্যাপ্টেনকে। আউট হওয়ার পরে শুভমন গিলের উপর রেগে গিয়ে কিছু বলতেও দেখা গেল রোহিতকে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

gill, rohitgill, rohit
Aajtak Bangla
  • মোহালি,
  • 11 Jan 2024,
  • अपडेटेड 9:30 PM IST

১৪ মাস পরে টি২০ ক্রিকেটে নেমেই ব্যর্থ রোহিত শর্মা (Rohit Sharma)। আফগানিস্তানের (India VS Afghanistan) বিরুদ্ধে প্রথম ওভারেই রান আউট হয়ে ফিরতে হল ভারতের ক্যাপ্টেনকে। আউট হওয়ার পরে শুভমন গিলের উপর রেগে গিয়ে কিছু বলতেও দেখা গেল রোহিতকে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 
কেন রেগে গেলেন রোহিত?
ফজলহক ফারুকির ফুল লেংথ বল মিড অফের দিকে ঠেলে সিঙ্গল নেওয়ার চেষ্টা করেন রোহিত। নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা গিলের নজর তখন ছিল বলের দিকে। রোহিতও তা দেখতে পারেননি। দৌড়েই যেতে থাকেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। অথচ নন স্ট্রাইকিং এন্ডেই দাঁড়িয়ে থাকেন গিল। একটা সময় রোহিত ও গিল দুইজনেই এক ক্রিজে এসে পড়েন। আউট হতে হয় ক্রিজ ছেড়ে বেড়িয়ে আসা রোহিতকে। মাত্র ২ বল খেলে ০ রানেই ফেরেন ভারতের ক্যাপ্টেন। গিল ক্রিজ ছেড়ে বেরিয়ে না আসায় রেগে যান রোহিত।

ভারতের সামনে ১৫৯ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
টসে জিতে আফগানদের ব্যাট করতে পাঠান রোহিত। মোহালিতে প্রচন্ড ঠাণ্ডায় কয়েকটা ক্যাচ মিস করলেও, ভারতের বোলাররা ভাল বল করতে থাকায় ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে আফগানিস্তান। ভাল ব্যাট করেন মহম্মদ নবী ও ওমরজাই। ২৭ বলে ৪২ রান করে আউট হন নবী। 

বাদ পড়লেন জয়সওয়াল
ডান কুঁচকিতে চোটের কারণে বাদ পড়তে হল ভারতীয় দলের ওপেনারকে। বাঁ হাতি এই ওপেনার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সেভাবে নজর কাড়তে পারেননি। মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে তাঁর কাছে দারুণ সুযোগ ছিল সেই হারানো ফর্ম ফিরে পাওয়ার। সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে থাকা এই তরুণ ওপেনার তবুও প্রথম ম্যাচে খেলতে পারলেন না। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের আশা, তিনি হয়ত বাকি দুই ম্যাচে ভারতীয় দলে ফেরত আসবেন। 

আরও পড়ুন

ভারতীয় দলে কারা?
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেট কিপার), রিংকু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মুকেশ কুমার।
আফগানিস্তান দলে কারা?
রহমানুল্লাহ গুরবাজ (উইকেট কিপার) ইব্রাহিম জাদরান (ক্যাপ্টেন), রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, গুলবাদিন নায়েব, ফজলহক ফারুকী, নবীন-উল-হক, মুজিব উর রহমান।

Advertisement
Read more!
Advertisement
Advertisement