Advertisement

T20 World Cup 2024 India vs Afghanistan: সুপার এইটের প্রথম ম্যাচে জয় টিম ইন্ডিয়ার, ৪৭ রানে হার আফগানিস্তানের

টি২০ বিশ্বকাপে জয়ের ধারা অব্যহত রাখল ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে ভারত জিতল ৪৭ রানে। ১৭২ রান তাড়া করতে নেমে ১৩৪ রানেই অল আউট হয়ে গেল আফগানরা। বড় রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। একটা সময় ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান।

Jasprit Bumrah (@BCCI)
Aajtak Bangla
  • বার্বাডোজ,
  • 20 Jun 2024,
  • अपडेटेड 11:39 PM IST

টি২০ বিশ্বকাপে জয়ের ধারা অব্যহত রাখল ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে ভারত জিতল ৪৭ রানে। ১৭২ রান তাড়া করতে নেমে ১৩৪ রানেই অল আউট হয়ে গেল আফগানরা। বড় রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। একটা সময় ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান।

শুরুতে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা রহমানুল্লা গুরবাজকে আউট করেন জসপ্রীত বুমরা। ৮ বলে ১১ রান করে কট বিহাইন্ড হন গুরবাজ। এপর অক্ষর প্যাটেলও উইকেট তুলে নেন। ১১ বলে ৮ রান করে আউট হন ইব্রাহিম জারদান। ২৩ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান। এরপর ২৩ রানেই তৃতীয় উইকেট হারায় আফগানরা। ফের উইকেট নেন বুমরা। আউট হন হজরতুল্লাহ ওমরজাই। 

দলের ৬৭ রানের মাথায় আউট হন গুলবাদিন নায়িব। কুলদীপ যাদব তাঁর উইকেট তুলে নেন। ২১ বলে ১৭ রান করে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। গুগলি ধরতেই পারেননি আফগান ব্যাটার। দারুণ ক্যাচ ধরেন ঋষভ পন্ত। 

আফগানিস্তানের বিরুদ্ধে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ জায়গায় ভারতীয় দল। টি২০ বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে রশিদ খানদের দলের সামনে ১৮২ রানের লক্ষ্য রাখল টিম ইন্ডিয়া। ড়দিন টসে তে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এদিনও রান পাননি রোহিত-বিরাট কোহলি জুটি। ২৭ বলে হাফ সেঞ্চুরি করে ভারতের ইনিংস ভাল জায়গায় নিয়ে যান সূর্যকুমার যাদব। পরপর দুই ম্যাচে ৫০ করলেন তিনি। তবে শুধু সূর্যকুমার নন, হার্দিক পান্ডিয়াও ভাল ইনিংস খেলেন। ৩২ রান করেন তিনি। 

আফগানিস্তানের হয়ে দারুণ বল করেন ক্যাপ্টেন রশিদ খান। একাই তুলে নেন তিনটি উইকেট। সেই তালিকায় রয়েছেন ঋষভ পন্ত, বিরাট কোহলি ও শিবম দুবে। শুরুতে দুই ওপেনারকে হারালেও ভারতের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্যকুমার ও পন্ত। আমেরিকার বিরুদ্ধেও এই জুটিই ভারতকে জেতাতে বড় ভূমিকা নেয়। তবে এদিন ভাল শুরু করলেও বড় রান করতে পারেননি ঋষভ পন্ত ২০ রান করে আউট হন তিনি। ২৪ রান করে ফেরেন বিরাট।

Advertisement

 

ইনিংসের শেষদিকে রবীন্দ্র জাদেজা বড় শট খেলার চেষ্টা করতে থাকলেও মাত্র ৬ রান করেই আউট হন। এদিনের ম্যাচে পরিস্থিতির কথা মাথায় রেখে মহম্মদ সিরাজকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে দলে নেয় ভারতীয় দল। দলে রয়েছেন অক্ষর প্যাটেলও।        

দুই দলে কারা?

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা এবং আর্শদীপ সিং।
আফগানিস্তান দল: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, হজরতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নবীন উল হক, নুর আহমেদ এবং ফজল হক ফারুকী।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement