১৪ মাস পর টি ২০ ক্রিকেট খেলতে নেমে পরপর দুই ম্যাচেই ব্যর্থ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যচের টি ২০ সিরিজ খেলছে ভারতীয় দল।
প্রথম ম্যাচে দুই বল খেলে কোনও রান না করেই রান আউট হন রোহিত। আউট হয়ে পার্টনার শুভমন গিলকে রেগে গিয়ে কিছু বলতেও দেখা যায়। দ্বিতীয় ম্যাচে ইন্দোরে ১৭৩ রান তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকাতে চেষ্টা করেন রোহিত। ফয়জল ফারুকির বল সোজা গিয়ে তাঁর উইকেট ভেঙে দেয়। পরপর দুই ম্যাচে কোনও রান না করেই ফিরতে হল রোহিতকে। সবচেয়ে বড় কথা এটা ছিল রোহিতের ১৫০তম টি২০ ম্যাচ। সেখানেও খালি হাতে ফিরলেন তিনি।
২০২৩ বিশ্বকাপের ফাইনালে হারের পর মনে করা হয়েছিল রোহিত, বিরাট সহ এক ঝাঁক তারকা হয়ত আর টি২০ ক্রিকেট খেলবেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও ছিলেন না তাঁরা। দক্ষিণ আফ্রিকা সফরেও শুধুই টেস্ট সিরিজে খেলেছেন তাঁরা। তবে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে খেলছেন রোহিত-বিরাট জুটি। প্রথম ম্যাচে পারিবারিক কারণে থাকতে না পারলেও ইন্দোরে ফেরত এসেছেন তিনি। রোহিত আউট হওয়ার পর তিনি নামতেই ভারতের আক্রমণের ঝাঁজ বাড়ে।
আইসিসি-র টুর্নামেন্টে ধারাবাহিকতা দেখালেও চ্যাম্পিয়ন হতে পারছে না টিম ইন্ডিয়া। টি২০ বিশ্বকাপের এটাই ভারতের শেষ টি২০ সিরিজ। এরপর আইপিএল থাকলেও নীল জার্সিতে বিশ্বকাপের আগে এই ফরম্যাটে খেলবেন না রোহিতরা। তাই এই সিরিজ থেকে দলের প্রায় সকলেই রান করে ফেলতে চেয়েছিলেন। দুই ম্যাচ হয়ে গেলেও রোহিতের ফর্ম চিন্তায় রাখবে রাহুল দ্রাবিড়দের। তবে তাঁর সামনে আইপিএল-এ ভাল খেলে ফেরত আসার সুযোগ অবশ্যই থাকছে। তবে সেই কাজটা ভারত অধিনায়ক করতে পারেন কিনা সেটাই এখন দেখার।