Advertisement

India vs Australia 1st ODI: বিশ্বকাপের আগে শেষ সুযোগ! একদিনের দলে কামব্যাক ৫ ক্রিকেটারের

ভারতীয় দলে সুযোগ পেলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রায় দেড় বছর পর একদিনের ক্রিকেটে ভারতের জার্সি পরে মাঠে নামলেন অশ্বিন। এশিয়া কাপে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দলে ফিরেছেন তিনি।

রবিচন্দ্রন অশ্বিনরবিচন্দ্রন অশ্বিন
Aajtak Bangla
  • মোহালি,
  • 22 Sep 2023,
  • अपडेटेड 3:07 PM IST

ভারতীয় দলে সুযোগ পেলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রায় দেড় বছর পর একদিনের ক্রিকেটে ভারতের জার্সি পরে মাঠে নামলেন অশ্বিন। এশিয়া কাপে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দলে ফিরেছেন তিনি।


ভারতের বিশ্বকাপের দলে তিন জন বাঁহাতি স্পিনার রয়েছেন। তাঁদের মধ্যে দুই স্পিনার রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবের জায়গা পাকা। কিন্তু অক্ষরের চোট সমস্যা হয়ে গিয়েছে। সেই কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে তিনি নেই। তৃতীয় ম্যাচে ফিরতে পারেন তিনি। চোট না সারলে সেই ম্যাচেও খেলানো হবে না তাঁকে। এমন অবস্থায় বিশ্বকাপের দলেও পরিবর্তন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় দলে অশ্বিন জায়গা পেলেও নেওয়া হয়নি ওয়াশিংটন সুন্দরকে। দুই পেসার মহম্মদ শামি এবং যশপ্রীত বুমরার সঙ্গে স্পিনার হিসাবে রয়েছেন অশ্বিন এবং জাডেজা। অলরাউন্ডার শার্দূল ঠাকুর দলে রয়েছেন।

বিশ্বকাপের দলে জায়গা না পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে আছেন রুতুরাজ গায়কোয়াড। প্রথম এক দিনের ম্যাচে তাঁকে খেলানো হচ্ছে ওপেনার হিসাবে। শুভমনের সঙ্গে ব্যাট করতে নামবেন তিনি। এ ছাড়াও শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশন এবং সূর্যকুমার যাদব দলে রয়েছেন। 

আরও পড়ুন


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি এক দিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব এবং  হার্দিক পান্ডিয়াকে। ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাহুল বলেন, ‘আমরাবল করব। এই মাঠে রান তাড়া করে জয়ের রেকর্ড বেশি। কিছু জায়গা দেখে নিতে হবে বিশ্বকাপের আগে। সেগুলো ঠিক হয়ে গেলে দল হিসাবে আমরা অনেক ভাল জায়গায় পৌঁছে যাব। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। ওদের বিরুদ্ধে খেলাটা বড় চ্যালেঞ্জ।‘


দুই দলে কারা?
ভারতীয় দল: শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক/অধিনায়ক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মহম্মদ শামি।
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, ম্যাথিউ শর্ট, প্যাট কামিন্স (সি), শন অ্যাবট, অ্যাডাম জাম্পা।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement