Advertisement

India vs Australia 1st Test: প্রবল বৃষ্টি পারথে, পিচে আরও বাউন্সের সম্ভাবনা, বুমরাদের সুবিধা?

আগামীকাল থেকেই শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে পারথে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় দলের জন্য দারুণ খবর সামনে আসছে। বৃষ্টির জন্য পারথের স্টেডিয়ামে কিউরেটরকে পিচ প্রস্তুত করতে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। WACA প্রধান কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ডের মতে, অপটাসে যেমন পিচ দেখা যায় তা এই ম্যাচে পাওয়া যাবে না।

Virat Kohli, Jasprit BumrahVirat Kohli, Jasprit Bumrah
Aajtak Bangla
  • পারথ,
  • 21 Nov 2024,
  • अपडेटेड 11:17 AM IST

আগামীকাল থেকেই শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে পারথে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় দলের জন্য দারুণ খবর সামনে আসছে। বৃষ্টির জন্য পারথের স্টেডিয়ামে কিউরেটরকে পিচ প্রস্তুত করতে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। WACA প্রধান কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ডের মতে, অপটাসে যেমন পিচ দেখা যায় তা এই ম্যাচে পাওয়া যাবে না।

সুবিধা হল বুমরাদের?
এখানে পাঁচ দিনই পিচে ঘাস থাকবে। ফলে তৃতীয় দিনের পরেও কোনও বাড়তি সুবিধা আদায় করতে পারবেন না স্পিনাররা। বাউন্স থাকবে উইকেটে। ফলে ব্যাটাররা ব্যাটে বল পাবেন। খেলতেও সেক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি পেস বোলাররাও দারুণ সুবিধা পাবেন এই পিচ থেকে। ফলে চার ফাস্ট বোলার নিয়ে নামতে পারে ভারতীয় দল। এই চার ফাস্ট বোলার হতে পারেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও নীতিশ রেড্ডি।

কেন চার বোলারে খেলতে পারে ভারতীয় দল? 
হর্ষিত রানা ও নীতীশ রেড্ডিও ব্যাটিং করতে পারেন। ফলে দলের ব্যাটিং আরও শক্তিশালী হবে। অন্যদিকে, ভারতীয় দল যদি ৪ পেসারকে মাঠে নামান, তাহলে স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে একজনকে বাইরে বসতে হতে পারে। অথবা তাদের দুজনকেই বাইরে রেখে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে যদিও অভিজ্ঞতার সমস্যা হতে পারে। ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমকে বলেন, 'প্রথাগত প্রস্তুতি নেওয়া হয়নি। গতকাল সারাদিন পিচে কভার ছিল। এখন আমরা শিগগিরই আগামী দুই দিনের প্রস্তুতি শুরু করব। ম্যাচের দিন পিচ আর্দ্র থাকবে বলে আশা করা হচ্ছে ফলে টেস্টের পাঁচ দিনে পিচ ভাঙার কোনো সম্ভাবনা নেই।' 

পারথের পিচ

আট থেকে ১০ মিলিমিটার ঘাস থাকবে

পাকিস্তান সম্প্রতি এখানে একটি ওডিআইতে অস্ট্রেলিয়াকে ১৪০ রানে গুটিয়ে দিয়েছে। তখন পিচে ৪ মিমি ঘাস ছিল কিন্তু ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টের সময় তা দ্বিগুণ হতে পারে। ম্যাকডোনাল্ড বলেছেন, 'গতবার এটি ছিল ৮ থেকে ১০ এমএম। কি হতে পারে সে বিষয়ে আমরা আমাদের কিউরেটর দলের সঙ্গে কথা বলছি। এটা নিশ্চিত যে পিচে ভালো গতি ও বাউন্স থাকবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement