অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে শঙ্কার খবর ভারতীয় শিবিরে। প্রথম ম্যাচের আগেই আহত হলেন কেএল রাহুল ও সরফরাজ খান। এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে চোটের কবলে পড়তে হল দুই তারকা ব্যাটারকে। টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় এ দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচেই ঘটে এমন ঘটনা। যার জেরে বেশ উদ্বিগ্ন ভারতীয় শিবির।
এই ম্যাচ চলাকালীন ভারতের টপ অর্ডার ব্যাটাররা একেবারেই ছন্দে ছিলেন না। বিরাট কোহলি থেকে শুরু করে পন্ত-যশস্বীও হতাশ করেন। কেএল রাহুল দুর্দান্ত ফর্মে ছিলেন এবং শর্ট বোলিং-এর বিরুদ্ধে দারুণ খেলছিলেন। তবে ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণের একটি বল তাঁর ডান কনুইয়ে লাগে। এর ফলে তাঁকে মাঠের বাইরে যেতে হয়। রাহুলের চোটের কী খবর তা এখনও জানা যায়নি। তবে আশা করা হচ্ছে প্রথম টেস্টের জন্য তিনি ফিট হবেন।
কেএল রাহুলের আগে সরফরাজ খানও চোট পেয়েছিলেন। অনুশীলনের সময় কনুইতে চোট পান সরফরাজ। অনুশীলনের সময় সরফরাজকে কনুই ধরে বাইরে যেতে দেখা গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এক ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন সরফরাজ। তাঁর চোট দলের জন্য বড় ধাক্কা হতে পারে। পার্থ টেস্টে সরফরাজের খেলা নিয়েও জল্পনা চলছে। তবে রাহুলের মতো সরফরাজও পার্থ টেস্টে ফিট হবেন বলে আশা করা হচ্ছে।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সও য়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)।, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেডি, ও য়াশিংটন সুন্দর।
প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, জশ হ্যাজেলউড, ট্র্যান্ডিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।
ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর (নভেম্বর ২০২৪ জানুয়ারী ২০২৫)
২২-২৬ নভেম্বর: প্রথম টেস্ট, পারথ
৬-১০ ডিসেম্বর: ২য় টেস্ট, অ্যাডিলেড
১৪-১৮ ডিসেম্বর: ৩য় টেস্ট, ব্রিসবেন
২৬-৩০ ডিসেম্বর: চতুর্থ টেস্ট, মেলবোর্ন
০৩-০৭ জানুয়ারি: পঞ্চম টেস্ট, সিডনি