Advertisement

India vs Australia 2nd Test: বৃষ্টি-পিচে বড় ঘাস, পিঙ্ক বল টেস্টে অ্যাডভান্টেজ ভারতের?

পারথে নিজেদের পাতা ফাঁদেই ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়া (Australia)। পেস সহায়ক সবুজ ঘাসের উইকেটে প্রথম ইনিংসে সাফল্য পেলেও শেষ অবধি ভারতের (Team India) পেস বোলিং অ দুর্দান্ত ব্যাটিং-এর জেরে বড় ব্যবধানে হারতে হয় অজি দলকে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট হবে দিন রাতের। সেই টেস্টের পিচ কেমন হবে তা নিয়ে বড় আপডেট দিলেন ড্যামিয়েন হফ। তিনি জানিয়েছেন, ৬ মিলিমিটার ঘাস থাকবে পিচে। 

India vs AustraliaIndia vs Australia
Aajtak Bangla
  • অ্যাডিলেড,
  • 04 Dec 2024,
  • अपडेटेड 11:32 AM IST

পারথে নিজেদের পাতা ফাঁদেই ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়া (Australia)। পেস সহায়ক সবুজ ঘাসের উইকেটে প্রথম ইনিংসে সাফল্য পেলেও শেষ অবধি ভারতের (Team India) পেস বোলিং অ দুর্দান্ত ব্যাটিং-এর জেরে বড় ব্যবধানে হারতে হয় অজি দলকে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট হবে দিন রাতের। সেই টেস্টের পিচ কেমন হবে তা নিয়ে বড় আপডেট দিলেন ড্যামিয়েন হফ। তিনি জানিয়েছেন, ৬ মিলিমিটার ঘাস থাকবে পিচে। 

ফাস্ট বোলারদের সুবিধা
শুক্রবার অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনিতেই ঘাসের পিচে পেসাররা বাড়তি সাহায্য পান। তার উপর গোলাপি বলে ব্যাট করা কার্যত দুর্বিসহ হয়ে দাঁড়ায় ব্যাটারদের কাছে। তাই বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে পেসারদের একতরফা দাপট দেখা যেতে পারে। হফ জানিয়েছেন, তাঁর দল চেষ্টা চালাচ্ছে স্পোর্টিং উইকেট বানানোর। অর্থাৎ পেস বোলারদের পাশাপাশি এখানে ব্যাটাররাও রান পারেন। হফের আরও দাবি, স্পিনাররাও সুবিধে পেতে পারেন এই পিচ থেকে। ড্যামিয়েন বলেন, ‘অ্যাডিলেডের ইতিহাস বলছে, ফ্লাড লাইটে ব্যাট করা কঠিন। পিচে ৬ মিলিমিটার ঘাস থাকবে। আমরা এমন একটা পিচ উপহার দিতে চাই, যেখানে ভালো লড়াই হবে।’

বৃষ্টির সম্ভাবনা অ্যাডিলেডে
ম্যাচের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যাডিলেডে। তাই হফ স্পষ্ট জানান যে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ফ্লাড লাইটে পেসাররা বিস্তর সাহায্য পেতে পারেন। তাছাড়া প্রথম দিনে পিচের সাহায্য ছাড়াও অনুকূল আবহাওয়ার জন্য বল বাড়তি সুইং করবে বলে ধারণা কিউরেটরের। অ্যাডিলেডেও গ্রিন-টপ পিচ বানানো ছাড়া উপায় নেই অজি ক্রিকেট বোর্ডের সামনে। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে গোলাপি বলে। ডে-নাইট টেস্টের জন্য ব্যবহৃত এই বলের প্রথম শর্তই হল পিচে ঘাস ছেড়ে রাখতে হবে। নাহলে বাড়তি পালিশ উঠে গিয়ে বল দেখতেই সমস্যায় পড়তে হবে ব্যাটারদের। 

সমস্যা হতে পারে অস্ট্রেলিয়ার

দলে জস হ্যাজলউড না থাকায় কিছুটা সমস্যায় অজিরা। ভারতীয় দলের বোলিং অ্যাটাকে বদল হওয়ার সম্ভাবনা বেশি নেই। জসপ্রীত বুমরাদের ফাস্ট বোলিং-এর দৌলতেই ভারতীয় দল প্রথম টেস্টে ম্যাচে ফিরেছিল। তাই সমস্যা হতে পারে অস্ট্রেলিয়ার।                      

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement