অ্যাডিলেডে দিন রাতের টেস্ট খেলতে নামবে ভারতীয় দল (Team India)। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম টেস্টে স্মরণীয় জয় পেলেও সেই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি শুভমন গিল (Shubman Gill)। পিঙ্ক বল টেস্টের আগে তিনি অনুশীলনে ফিরলেন। ফলে দ্বিতীয় টেস্টে গিলের খেলার সম্ভাবনা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। শুক্রবার সকালে ভারতীয় দলের নেটে ব্যাট হাতে নেমে পড়তে দেখা গেল গিলকে। শুক্রবার থেকে শুরু হতে চলা অ্যাডিলেড টেস্টের আগে যা নিঃসন্দেহে স্বস্তি দেবে রোহিত শর্মাদের (Rohit Sharma)।
পারথ টেস্টের আগে স্লিপে ফিল্ডিং করার সময় চোট পাওয়ায় প্রথম ম্যাচে নামতে পারেননি গিল। তবে দ্বিতীয় টেস্টের আগে সময় থাকায় ভারতীয় দল আশাবাদী ছিল, দিন রাতের টেস্টের আগে ফিরবেন তিনি। সাংবাদিক সম্মেলনেও আশার কথা জানিয়েছিলেন বোলিং কোচ মর্নি মর্কেল। মাঝে যদিও খবর রটে গিয়েছিল, গিলের আঙুলের চোট সারতে নাকি বেশি সময় লাগছে। তাই অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও সম্ভবত নামতে পারবেন না শুভমান। তবে সে সব আশঙ্কাকে তুড়ি মেরে ব্যাট হাতে তাঁকে দেখা গেল এদিন।
প্রস্তুতি ম্যাচে নামবেন গিল?
ব্যাটে-বলে দারুণ হিট করার পাশাপাশি বেশ ভালোভাবে বল ছেড়েছেন। যা দেখে অনেকটাই স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট। তার আগে শনিবার থেকে ক্যানবেরায় একটি প্র্যাক্টিস ম্যাচও খেলবে ভারত। সেই অনুশীলন ম্যাচে গিল নামবেন কিনা, সেই নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। গিল অ্যাডিলেড টেস্টে খেলবেন কিনা, সরকারিভাবে সেই নিয়েও কিছু জানানো হয়নি টিম ম্যানেজমেন্টের তরফে।
অন্যদিকে প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে নেমে পড়লেন রোহিত শর্মা। নেটে যথেষ্ট ভাল ছন্দে দেখা যায় তাঁকে। রোহিত ফিরে এলে বদলে যাবে ভারতীয় দল। ওপেন করতে নামবেন রোহিত ও জয়সওয়াল। সেক্ষেত্রে কেএল রাহুলকে পরের দিকে নামতে হবে। বাদ পড়বেন দেবদত্ত পাডিক্কল। তাঁর জায়াগায় দলে আসবেন গিল।