Advertisement

India VS Australia 5th T20: মেঘে ঢাকা বেঙ্গালুরুর আকাশ, ভারত VS অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হবে?

রবিবার টি২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচের আগেই সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১-এ এগিয়ে টিম ইন্ডিয়া। তবে পঞ্চম ম্যাচে মেঘলা আবহাওয়া থাকবে। এমনটাই মনে করা হচ্ছে।

ট্রাভিস হেড ও সূর্যকুমার যাদব
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 03 Dec 2023,
  • अपडेटेड 11:37 AM IST

রবিবার টি২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচের আগেই সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১-এ এগিয়ে টিম ইন্ডিয়া। তবে পঞ্চম ম্যাচে মেঘলা আবহাওয়া থাকবে। এমনটাই মনে করা হচ্ছে।

বৃষ্টি হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে?
পঞ্চম ম্যাচে বেঙ্গালুরুর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। আর্দ্রতা ৭০ শতাংশের কাছাকাছি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ২৬ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে, যা ক্রিকেট খেলার জন্য উপযুক্ত পরিবেশ। যদিও আবহাওয়ার পূর্বাভাস পরে পরিবর্তিত হতে পারে৷ টিম ইন্ডিয়া এই ম্যাচেও জয়ের ধারা অব্যহত রাখতে চাইবে। তবে লজ্জা কিছুটা কমাতে ঝাঁপাবে অস্ট্রেলিয়াও। বিশেষ করে ছয় মাসের মধ্যেই রয়েছে টি২০ বিশ্বকাপ। তার আগে আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলার সুযোগ খুব বেশি পাবে না কোনও দলই সেই কারণে এই ম্যাচে ভাল পারফর্ম করতে চাইবে দুই দলই।

কখন কীভাবে দেখা যাবে ম্যাচ?
ভারত ও অস্ট্রেলিয়ার পঞ্চম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায়। স্পোর্টস ১৮ ও VHI চ্যানেলে লাইভ দেখা যাবে এই ম্যাচ। এছাড়াও ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।  

আজ খেলতে পারেন এই দুই খেলোয়াড়
পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের প্লেয়িং-১১-এ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। অধিনায়ক সূর্যকুমার এই ম্যাচে স্পিনার ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিতে পারেন, যাতে আফ্রিকা সফরের আগে কিছুটা অনুশীলন করতে পারেন তিনি। বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে ভুগছিলেন সুন্দর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়া বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের জায়গায় প্লেয়িং-১১-এ অন্তর্ভুক্ত হতে পারেন সুন্দর। সেই সঙ্গে এই ম্যাচে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার শিবম দুবেও। অন্যদিকে অস্ট্রেলিয়া দল এখনো আশানুরূপ পারফর্ম করতে পারেনি। জয় দিয়ে সিরিজ শেষ করে দেশে ফিরতে চাইবে তারা।
 

Advertisement

পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, দীপক কুমার, মুকেশ কুমার।   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement