Advertisement

India vs Australia U19 World Cup Final: ফ্রিতে দেখুন ভারত VS অস্ট্রেলিয়া ফাইনাল, জানুন কীভাবে?

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনাল ম্যাচে খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ ফ্রিতেই দেখা যাবে। রোহিত শর্মাদের হারের বদলা নিতে মুখিয়ে রয়েছেন উদয় সাহারানরা। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল এবং অস্ট্রেলিয়ার মধ্যে দুটি ম্যাচ হয়েছে। দু'বারই ভারতীয় দল দারুণভাবে জিতেছে। এবার তৃতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হবে দুই দলের লড়াই। ভারতীয় দল জিতলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়ের হ্যাটট্রিক হবে। 

ভারত-অস্ট্রেলিয়া যুব দলভারত-অস্ট্রেলিয়া যুব দল
Aajtak Bangla
  • সাহারা পার্ক,
  • 11 Feb 2024,
  • अपडेटेड 11:05 AM IST

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনাল ম্যাচে খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ ফ্রিতেই দেখা যাবে। রোহিত শর্মাদের হারের বদলা নিতে মুখিয়ে রয়েছেন উদয় সাহারানরা। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল এবং অস্ট্রেলিয়ার মধ্যে দুটি ম্যাচ হয়েছে। দু'বারই ভারতীয় দল দারুণভাবে জিতেছে। এবার তৃতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হবে দুই দলের লড়াই। ভারতীয় দল জিতলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়ের হ্যাটট্রিক হবে। 

এর আগে ২০১২ এবং ২০১৮ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারতীয় দল। ইংল্যান্ডকে হারিয়ে গত বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল। টিম ইন্ডিয়া ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ এবং ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দখল করেছিল। এছাড়াও, ভারত ২০১৬ এবং ২০২০ সালে রানার আপ হয়েছে। ষষ্ঠবারের মতো শিরোপার দিকে চোখ রাখছে ভারতীয় দল। ভারতের পর অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে তিনবার। তিনি ১৯৯৮, ২০০২ এবং ২০১০ মরসুমে জিতেছেন। দুইবার ফাইনালে হেরেছেন। এই দুইবারই অজিদের হারিয়েছে ভারতীয় দল। এছাড়া পাকিস্তান দুইবার জিতেছে, আর বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড একবার করে জিতেছে।

কবে কীভাবে ফ্রিতে দেখবেন ফাইনাল ম্যাচ?
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল রবিবার। দুপুর ১:৩০ থেকে ম্যাচটি অনুষ্ঠিত হবে। টস হবে ভারতীয় সময় ১:০০টায়। ভারত এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপের ফাইনাল স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে এবং হটস্টারে লাইভ স্ট্রিমিং হবে। ফ্রিতেই লাইভ স্ট্রিমিং দেখা যাবে। পাশাপাশি এই ম্যাচ দেখা যাবে দূরদর্শনেও। 

ভারত: আরশিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্র ময়ুর প্যাটেল, শচীন ধস, প্রিয়াংশু মোলিয়া, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), আরেভেলি অবনীশ রাও, সৌমি কুমার পান্ডে, মুরুগান অভিষেক, ইন্নেশ মহাজন, ধানুশ গৌড়া, আরাধ্যা শুক্লা, রাজ লিম্বিয়া নমন তিওয়ারি।

অস্ট্রেলিয়া: হিউ ওয়েবগেন (অধিনায়ক), লাচলান আইটকেন, চার্লি অ্যান্ডারসন, হরকিরাত বাজওয়া, মাহলি বিয়ার্ডম্যান, টম ক্যাম্পবেল, হ্যারি ডিক্সন, রায়ান হিকস, স্যাম কনস্টাস, রাফায়েল ম্যাকমিলান, আইডান ও'কনর, হারজাস সিং, টম স্ট্রেকার, ক্যালুম ভিডলার, ওলি পিক।

Advertisement
Read more!
Advertisement
Advertisement