রবিবার অস্ট্রেলিয়ার (India vs Australia 4th Test) বিরুদ্ধে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে অসুস্থ শরীরে ১৮৬ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এমনটাই দাবি ছিল বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma)। বিরাটের দারুণ সেঞ্চুরির পর ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের অসুস্থতার কথা জানিয়েছিলেন তাঁর স্ত্রী। তবে বিরাটের অসুস্থতার কথা মানতে চাননি তাঁর সতীর্থ অক্ষর প্যাটেল (Axar Patel)।
বিরাটের অসুস্থতার ব্যাপারে কিছুই জানেন না অক্ষর!
দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে বিরাটের অসুস্থতার কথা মানতে চাননি অক্ষর। ভারতীয় অলরাউন্ডার জানিয়ে দেন, একবারও বিরাটকে নিয়ে মনে হয়নি যে ও অসুস্থ। অনুষ্কার ইনস্টাগ্রাম স্টোরি দেখে কোহলির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে অক্ষর বলেন, 'আমি এমন কিছু জানি না। ও উইকেটের মাঝে যে ভাবে দৌড়াচ্ছিল তাতে মনে হয়নি ও অসুস্থ। ওর সঙ্গে জুটিটা আমি উপভোগ করেছি।' বিসিসিআই-এর পক্ষ থেকেও বিরাটের অসুস্থতা নিয়ে কিছুই জানানো হয়নি। যদিও শ্রেয়াস আইয়ারের অসুস্থতার কথা জানিয়েছে বোর্ড। পিঠের চোটের জন্য ব্যাট করতে নামতে পারেননি তিনি।
আরও পড়ুন: অসুস্থতা নিয়েই ১৮৬ রানের ইনিংস, কী হয়েছে বিরাটের? অনুষ্কা বললেন...
ফিল্ডিং করতে নেমেছেন বিরাট
চোট বা অসুস্থতা নিয়ে ধন্দ আরও বেড়েছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বিরাট ফিল্ডিং করতে নামায়। চতুর্থ দিনে বিরাট ও অক্ষর দারুণ ব্যাট করে ভারতের লিড বাড়িয়ে নিয়ে যান। হাফ সেঞ্চুরি করার পর চালিয়ে খেলতে শুরু করেন ভারতের এই অলরাউন্ডার। কেন হঠাৎ রানের গতি বাড়াতে থাকেন অক্ষর? তিনি বলেন, '৫০ করার পর বিরাট ভাই আমাকে কিছু বলেনি, তখনও দিনের ২২ ওভার বাকি ছিল। তাই চালিয়ে খেলতে শুরু করি। বিরাট আমাকে বলেছিল যেমন ইচ্ছে খেলতে। আমরা সেট হয়ে যাওয়ার পর বোলাররা ঠিক জায়গায় বল ফেলতে পারছিল না। সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলাম।'
আরও পড়ুন: পিঠের ব্যথায় কাতরাচ্ছেন শ্রেয়াস, IPL-এ খেলতে পারবেন KKR ক্যাপ্টেন?
আহমেদাবাদের উইকেট নিয়ে অক্ষর বললেন...
আহমদাবাদের নিষ্প্রাণ উইকেট নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্তি প্রকাশ করেন অক্ষর। তিনি বলেন, 'সমালোচনা হবেই। কারণ, মানুষ কিছুতেই খুশি হন না। প্রথম তিনটে ম্যাচের পর লোকে বলেছিল কেন তিন দিনেই খেলা শেষ হয়ে যাচ্ছে। এখন ম্যাচ পাঁচ দিনে ম্যাচ গড়ালেও সবাই অভিযোগ করতে শুরু করে দিয়েছে। এগুলো তো আমাদের হাতে থাকে না। উইকেট যা পেয়েছি তেমনই তো খেলতে হবে। তবে দু’দলের প্রথম ইনিংস শেষ হতে হতে চার দিন লেগে গেল, এটা দেখে একটু অবাক। তবে শেষ দিনে আমরা জয়ের জন্যেই ঝাঁপাব।”