Advertisement

India vs Bangladesh 2nd Test: কানপুরে দলে বড় বদলের সম্ভাবনা, তিন স্পিনারে খেলতে পারে টিম ইন্ডিয়া

চেন্নাইয়ের মাটিতে দাপটের সঙ্গে প্রথম টেস্ট জেতার পর, শুক্রবার থেকে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। গ্রিনপার্কের পিচ কিন্তু চেন্নাইয়ের মতো হবে না। লাল মাটির পিচ খেলা চলার সঙ্গে সঙ্গে চরিত্র বদল করবে। সে কারণেই ভারতীয় দলে (Team India) বদলের সম্ভাবনা রয়েছে। এই পিচ থেকে পেসাররা খুব বেশি সাহায্য পাবে না বলেই মনে করা হচ্ছে।  

টিম ইন্ডিয়া প্লেয়ার
Aajtak Bangla
  • কানপুর,
  • 25 Sep 2024,
  • अपडेटेड 12:50 PM IST

চেন্নাইয়ের মাটিতে দাপটের সঙ্গে প্রথম টেস্ট জেতার পর, শুক্রবার থেকে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। গ্রিনপার্কের পিচ কিন্তু চেন্নাইয়ের মতো হবে না। লাল মাটির পিচ খেলা চলার সঙ্গে সঙ্গে চরিত্র বদল করবে। সে কারণেই ভারতীয় দলে (Team India) বদলের সম্ভাবনা রয়েছে। এই পিচ থেকে পেসাররা খুব বেশি সাহায্য পাবে না বলেই মনে করা হচ্ছে।  

তিনজন স্পিনার নিয়ে কানপুরে নামবে টিম ইন্ডিয়া? 

যদিও চেন্নাইতে (চিপক) খুব বেশি টার্ন ছিল না, তবে স্পিনাররা সাহায্য পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে ভারতীয় জুটি রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ভেলকি দেখিয়েছেন কানপুরের পিচের ধীরগতি উভয় দলের নির্বাচন পরিকল্পনায় পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। তৃতীয় ফাস্ট বোলারের (সিরাজ বা আকাশ দীপ) জায়গায় তৃতীয় স্পিনার (কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেল)  কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেল সুযোগ পেতে পারেন। দ্বিতীয় টেস্টে জসপ্রিত বুমরাহকেও বিশ্রাম দেওয়া হতে পারে। মোটমাট কোথা হল, একজন পেসারকে বাদ দিয়ে আরও এক স্পিনার দলে নয়ে আসা হতে পারে। 

শাকিব বাদ পড়তে পারেন
সোমবার চেন্নাইয়ে বাংলাদেশের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, চতুর্থ দিনে ব্যাট করার সময় বাঁ হাতের তর্জনীতে চোট পাওয়ায় শাকিব আল হাসান নাও খেলতে পারেন। পাশাপাশি নাহিদ রানার জায়গায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ। সফরকারী দলে আছেন অফ স্পিনার নাঈম হাসানও। বাংলাদেশ তাদের লাইন আপে তিনজন স্পিনার রাখতে চায়। 

টেস্ট সিরিজের জন্য ভারত-বাংলাদেশ স্কোয়াড 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান।, নাঈম হাসান ও খালিদ আহমেদ। 

Advertisement

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রিত বুমরাহ এবং যশ দয়াল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement