Advertisement

India vs Bangladesh: প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত, দলে বাংলার ক্রিকেটার

বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতে ফেরত এসেছেন রোহিত। তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। চোটের জন্য ছিটকে গিয়েছেন মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। তাদের জায়গায় এসেছেন নবদীপ সাইনি ও সৌরভ কুমার।   

অভিমন্যু ঈশ্বরণ ও রোহিত শর্মাঅভিমন্যু ঈশ্বরণ ও রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Dec 2022,
  • अपडेटेड 8:21 PM IST
  • ছিটকে গেলেন রোহিত
  • দলে বাংলার ক্রিকেটার

আঙুলের চোটের জন্য বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচেও খেলতে পারবেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন কেএল রাহুল (KL Rahul)। বাংলাদেশ সফরে দ্বিতীয় একদিনের ম্যাচে মিরপুরে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান রোহিত। এ কারণে ফিল্ডিং করতে পারেননি তিনি। পরে চোট লাগা হাত নিয়েই ব্যাট করতে নামেন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতে ফেরত এসেছেন রোহিত। তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। 

রোহিতের চোট বেশ গুরুতর বলে জানা গিয়েছিল। ক্যাচ ধরতে গিয়ে তাঁর আঙুলের হাড় নড়ে গিয়েছিল। হাসপাতালেও নিয়ে যেতে হয় তাঁকে। তবে আরও ভালো চিকিৎসার জন্য বৃহস্পতিবারই রোহিতকে মুম্বই পাঠানো হয়। তখন থেকেই ওয়ানডে সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজেও তাঁর খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়।

দ্বিতীয় একদিনের ম্যাচের পর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও জানিয়েছিলেন তাঁর শঙ্কার কথা। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, 'টেস্ট সিরিজেও রোহিত ফিরতে পারবে কি না জানি না।' যদিও এখনও অবধি যা খবর তাতে, প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন রোহিত। এখন দেখার, ভারত অধিনায়ক শেষ দুই টেস্টে চোট সারিয়ে ফিরতে পারেন কি না।  

আরও পড়ুন

আঙুলে চোট নিয়ে রোহিত মাঠ ছাড়ার পর ভারত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন লোকেশ রাহুল। এরপর ভারতের ইনিংসের সময় ফিরে এসে ম্যাচের ৪৩তম ওভারে ব্যাটিংয়ে নামেন রোহিত। খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। তবে দলকে জেতাতে ব্যর্থ হন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। চোটের জন্য ছিটকে গিয়েছেন মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। তাদের জায়গায় এসেছেন নবদীপ সাইনি ও সৌরভ কুমার।   

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ২-১ ব্যবধানে হেরে গিয়েছে ভারতীয় দল। এবার শুরু হচ্ছে টেস্ট সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই নেই রোহিত। নেতৃত্ব দেবেন কেএল রাহুল। তাঁর নেতৃত্বে চট্টগ্রামে শেষ একদিনের ম্যাচে দারুণ জয় পেয়েছে ভারতীয় দল। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement