বাংলাদেশ (India vs Bangladesh) সিরিজের আগে ভারতীয় দলের (Team India) প্রাক্তন ক্যাপ্টেনের প্রশ্নবানের সামনে কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এমনিতে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে চর্চা চলছে অনেকদিন ধরেই। তবে এবার সেই বিতর্কের ইতি বলে জানালেন দুই তারকাই। বিসিসিআই-এর (BCCI) প্রকাশ করা এক ভিডিওতে দেখা গিয়েছে দুই তারকাকে। আইপিএল-এর (IPL) সময় মাঠের মাঝেই ঝগড়ায় জড়িয়ে যেতে দেখা যায় বিরাট ও গম্ভীরকে। যা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল।
দুই জনই ২২ গজে দারুণ আগ্রাসী। এই আগ্রাসনই কি টেস্টে ব্যাটিং করার ক্ষেত্রে সুবিধা দেয়? গম্ভীরকে এই প্রশ্নই ছুড়ে দেন বিরাট। উত্তরে বেশ মজার উত্তর দেন গম্ভীর। ভারতীয় দলের কোচ জানান, তিনি বলেছিলেন যে কোহলির তার চেয়ে বেশি ঝগড়া ছিল এবং তিনি তার চেয়ে ভাল এই প্রশ্নের উত্তর দিতে পারেন। বলেন, 'তুমি আমার থেকে বেশি আগ্রাসি। তাই এটা তুমিই ভাল উত্তর দিতে পারবে।' পাশাপাশি বিরাট জানিয়ে দেন ব্যাস তা হলে সমস্ত মশলা শেষ? ২০২২ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Riyal Challengers Bangalore) তারকা বিরাট কোহলি ও লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Giant) তৎকালীন মেন্টর গম্ভীর ম্যাচ শেষে ঝামেলায় জড়ান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারবে ভারত?
ম্যাচ চলাকালীন লখনউ-এর নবীন উল হকের শুরুতে ঝগড়া হয় বিরাটের। ম্যাচ শেষেও সেই উত্তাপ ছড়ায়। নবীনের সমর্থনে এগিয়ে আসেন গম্ভীর। ফলে ঝামেলা বাড়ে বিরাটের সঙ্গে। বাংলাদেশ সিরিজ দিয়ে কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে যাওয়ার লক্ষ্যে অভিযান শুরু করবেন গম্ভীর ও কোহলিরা। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলার পর মোট ১০টি টেস্ট খেলবে ভারতীয় দল। ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সে দেশে গিয়ে টেস্ট খেলবে রোহিত শর্মার দল। ।