ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত T20 বিশ্বকাপ 2024-এর সেমিফাইনালে উঠে গেল টিম ইন্ডিয়া। ৫০ রানে বাংলাদেশকে হারালেন রোহিত শর্মারা। এই টুর্নামেন্টে এখনও একটাও ম্যাচ হারেনি ভারত। দারুণ ছন্দে টিম ইন্ডিয়া। ভারতের ১৯৬ রানের জবাবে মাত্র ১৪৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
জিতে গেল ভারত
দারুণ জয় পেল ভারতীয় দল। টি২০ বিশ্বকাপের সুপার এইটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারাল ৫০ রানে।
উইকেট নিলেন আর্শদীপও
৬ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। আউট আউট জাকির। বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১১০ রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ।
উইকেট বুমরার
এবার আউট হলেন শান্ত, ১০৯ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ।
ফের উইকেট কুলদীপের
তিন উইকেট কুলদীপের। এবার আউট হলেন শাকিবও। ৯৮ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ।
তিন উইকেট হারাল বাংলাদেশ
বড় রান তাড়া করতে নেমে সমস্যায় পড়ে গেল বাংলাদেশ। লিটন দাস (১৩), তানজিদ হাসান (২৯) ও তহিদ হৃদয় (৪) রান করে আউট হলেন। ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে বিরাট চাপে বেঙ্গল টাইগাররা। রান রেটও বেশ কম। এখন থেকে উইকেট ধরে রেখে রান করতে হবে তাদের।
আউট শিবম
৫ উইকেট হারিয়ে ফেলল শিবম দুবে। ১৬১ রানে ৫ উইকেট হারাল ভারত। উইকেট তুলে নিলেন পান্ডিয়া।
দারুণ জুটি গড়লেন দুবে ও হার্দিক
শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে বড় রানের স্বপ্ন দেখছে ভারত। ৫০ রানের জুটি গড়ে ফেললেন দুই ব্যাটার। মারকাটারি ব্যাটিং শিবমের।
১০৮ রানে ৪ উইকেট হারাল ভারত
এবার আউট পন্তও। ১০৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল।
১০০ পেরল ভারতীয় দল
দারুণ ছক্কা পন্তের। ১০০ পেরিয়ে গেল ভারত।
আউট সূর্যকুমারও
এক ওভারে দুই উইকেট হারাল ভারত। কট বিহাইন্ড হলেন সূর্যকুমারও। ৭৭ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল।
আউট বিরাট
উইকেট তনজিমের, ২৮ বলে ৩৭ রান করে আউট কোহলি। বোল্ড হলেন কিং কোহলি।
৫০ পেরল ভারত
ছক্কা মেরে ভারতীয় দলকে ৫০ পএর করে দিলেন বিরাট। আজ দারুণ ছন্দে টিম ইন্ডিয়ার সবচেয়ে সফল ব্যাটার।
আউট হলেন রোহিত
সাকিবের বলে আউট রোহিত। ১১ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট ভারতীয় দলের ক্যাপ্টেন। ব্যাট করতে নামলেন পন্ত।
২ ওভার শেষ
বিনা উইকেটে ২৩ রান করে ফেলল ভারতীয় দল। উইকেটে জমে যাওয়ার চেষ্টায় দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মা।
বাংলাদেশ দলে কারা?
তানজিদ, লিটন, শান্ত, হৃদয়, সাকিব, মাহমুদউল্লাহ, জাকের, রিশাদ, মাহেদী, তানজিম, মুস্তাফিজুর
ভারতীয় দলে কারা?
ভারত: রোহিত, কোহলি, পান্ত, সূর্য, দুবে, হার্দিক, জাদেজা, অক্ষর, কুলদীপ, বুমরা, আর্শদীপ
ভারতীয় দল অপরিবর্তিত
ফের শিবম দুবেকে দলে রাখার সিদ্ধান্ত নিল ভারত। ওপেন করতে রোহিত শর্মার সঙ্গেই নামবেন বিরাট কোহলি। ওপেনিং জুটিতেও কোনও পরিবর্তন করেনি ভারতীয় দল।
টসে জিতল বাংলাদেশ
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ