Advertisement

India VS England 1st Test: প্রথম ইনিংসে ১৯০ রানের লিড, ইংল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে ভারত

তৃতীয় দিনের শুরুতেই অল ডাউন টিম ইন্ডিয়া। নেমেই শেষ ব্যাটিং। ৪৩৬ রানেই শেষ ইন্ডিয়ার ইনিংস। জাদেজা ও অক্ষর প্যাটেল নেমেই আউট হয়ে যান। বুমরাহকে প্রথম বলে আউট করে ভারতের ইনিংসে ইতি টানেন রুট। 

রবীন্দ্র জাদেজা
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 27 Jan 2024,
  • अपडेटेड 11:49 AM IST
  • ১৯০ রানে এগিয়ে ভারত
  • দারুণ ইনিংস জাদেজার

তৃতীয় দিনের শুরুতেই অল ডাউন টিম ইন্ডিয়া। নেমেই শেষ ব্যাটিং। ৪৩৬ রানেই শেষ ইন্ডিয়ার ইনিংস। জাদেজা ও অক্ষর প্যাটেল নেমেই আউট হয়ে যান। বুমরাহকে প্রথম বলে আউট করে ভারতের ইনিংসে ইতি টানেন রুট। 

জাদেজাকেও সাজঘরে পাঠালেন রুট। অক্ষর প্যাটেল শিকার হন রেহান আহমেদের। প্রথম ইনিংসে ১৯০ রানের লিড রোহিতদের। অক্ষরের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন জাদেজা। ৮৭ রানে আউট হন তিনি। অক্ষর করেন ৪৪ রান। উল্লেখ্য, একাই চার উইকেট তুলে নেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এছাড়াও, হার্টলি ও রেহান আহমেদ নেন ২ টি করে উইকেট। আগের দিনের ফর্ম ধরে রাখতে পারলেন না জাদেজা ও অক্ষর প্যাটেল। দিনের শুরুতেই তাদের ফিরে যেতে দেখে বেশ হতাশ হন মাঠে উপস্থিত সমস্ত দর্শক। জাদেজা অল্পের জন্য সেঞ্চুরীটা মিস করলেন। রুটের বলে এলবিডব্লু হয়ে ফিরে যান তিনি।

কিন্তু তাঁদের বুক চিতিয়ে লড়াই ইংল্যান্ডকে একবারের জন্যও ম্যাচের রাশ হাতে তুলে নিতে দেয়নি। ইংলিশ বোলারদের বিরুদ্ধে ফের একবার দলের ত্রাতা হয়ে দাঁড়ালেন অভিজ্ঞ জাদেজা। তাঁদের এই ইনিংস অবশ্যই মনোবল বাড়িয়ে তুলবে দ্রাবিড়ের ছেলেদের। ম্যাচে আপাতত বেশ সুবিধাজনক জায়গাতেই রয়েছেন রোহিত শর্মারা। যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ডের ইনিংস শেষ করতে হবে ভারতকে। ইংলিশ ব্যাটসম্যানদের জাঁকিয়ে বসার সুযোগ দিলে চলবে না। আগের ইনিংসের মতোই পিচ সহায় হবে ভারতের এমনটাই ধারণা। পিচ স্পিন সহায়ক হবার ফলে আগের ইনিংসে ৩ টি করে উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসেও তাদের থেকে প্রত্যাশা থাকবে উঁচুতে। এছাড়াও, গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন জোরে বোলাররা। বুমরাহ আগের ইনিংসে ২ টি উইকেট পান। ইংল্যান্ড মরিয়া চেষ্টা করবে ম্যাচে ফেরার। কিন্তু, স্পিনাররা মুখ্য ভূমিকা নেবে দ্বিতীয় ইনিংসে। ভারতকে তাকিয়ে থাকতে হবে তাদের বোলিং ব্রিগেডের দিকে। ১৯০ রানের লিড রয়েছে ভারতের কাছে। যা বেশ চাপে রাখবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement