Advertisement

India VS England 2nd Test Day 3: জিততে ৯ উইকেট দরকার ভারতের, ইংল্যান্ডের সামনে ৩৩২ রানের পাহাড়

ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে। আজ টেস্টের তৃতীয় দিন।

ক্রিকেটে বাংলাদেশেরও নীচে নেমে গেল ভারতক্রিকেটে বাংলাদেশেরও নীচে নেমে গেল ভারত
Aajtak Bangla
  • বিশাখাপত্তনম,
  • 04 Feb 2024,
  • अपडेटेड 4:51 PM IST
  • তৃতীয় দিনের শুরুতেই বেকায়দায় টিম ইন্ডিয়া
  • ৩৫ রানে ২উইকেট হারাল ভারত

তৃতীয় দিনের শুরুতেই বেকায়দায় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন জসপ্রীত বুমরা। পরপর ছয় উইকেট তুলে ইংল্যান্ডের রান ২৫৩-তেই আটকে যায়। বিরাট ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতীয় দল। তবে তৃতীয় দিনের শুরুতেই ছন্দপতন।

শেষ তৃতীয় দিনের ম্যাচ

তৃতীয় দিনের খেলার শেষে ইংল্যান্ডের রান ৬৭। ৯ উইকেট দরকার ভারতের। 

আরও পড়ুন

উইকেট হারাল ইংল্যান্ড

প্রথম উইকেট পড়ল ইংল্যান্ডের। আউট বেন ডাকেট। ২৮ রান করে আউট ইংরেজ ওপেনার। উইকেট নিলেন অশ্বিন। 

৫০ করে ফেলল ইংল্যান্ড

বাজবলেই বাজিমাতের চেষ্টা ইংল্যান্ডের। উইকেটের খোঁজে ভারতীয় দল।

বড় রানের সামনে ইংল্যান্ড

২৫৫ রানে শেষ ভারতের ইনিংস, জিততে ইংল্যান্ডের দরকার ৩৯৯ রান। 

আউট হলেন বুমরা

২৫৫ রানে ৯ উইকেট হারাল ভারত। রান না করেই আউট বুমরা। লিড ৩৯৮ রানের। 

সাত উইকেট হারাল ভারত

৩৭১ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। আউট হলেন শ্রীকর ভারত। ৬ রান করে আউট হলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। 

এবার আউট অক্ষরও

৪৫ রান করে আউট অক্ষর প্যাটেল। ২২০ রানে ৬ উইকেট হারাল টিম ইন্ডিয়া। 

আউট হয়ে গেলেন গিল

১০৪ রান করে আউট গিল। বসিরের বলে ফোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ২১১ রানে ৫ উইকেট হারাল ভারত। 

সেঞ্চুরি গিলের

দারুণ সেঞ্চুরি করে ফেললেন শুভমন গিল। ৪ উইকেট হারিয়ে ২০১ রান ভারতের। এগিয়ে ৩৪৪ রানে। 

বড় লিডের পথে ভারত

চার উইকেটে ১৯৮ রান ভারতের। ৩৪১ রানে লিড নিয়ে নিল টিম ইন্ডিয়া। ৯৭ রানে অপরাজিত গিল। 

ফের আউট রজত

১৯ বলে ৯ রান করে আউট হলেন রজত পাতিদার। 

হাফসেঞ্চুরি গিলের
ফর্মে ফিরলেন শুভমন গিল। ৩ উইকেটে ১১৪ রান ভারতের। এগিয়ে ২৫৭ রানে।

৩ উইকেট হারাল ভারত

১১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলল ভারত। আউট হলেন শ্রেয়স। ২৯ রান করে প্যাভেলিয়ানে ফিরলেন মিডল অর্ডার ব্যাটার। উইকেট হার্টলের।

Advertisement


৩৫ রানে ২উইকেট হারাল ভারত

এবার আউট যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে ২০০ করলেও দ্বিতীয় ইনিংসে ১৭ রানে আউট ওপেনার। অ্যান্ডারসনের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে আউট জয়সওয়াল।

আউট রোহিত

আবারও ব্যর্থ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। মাত্র ১৩ রান করে অ্যান্ডারসনের বলে বোল্ড রোহিত।

Read more!
Advertisement
Advertisement