Advertisement

India Vs England 3rd Test: নেটে ব্যাট হাতে নেমে পড়লেন রাহুল, তৃতীয় টেস্টে খেলতে পারবেন?

চোটের জন্য ইংল্যান্ডের (India VS England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। তৃতীয় টেস্টের আগে যে দল ঘোষণা করা হল, সেই দলে তিনি থাকলেও বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছিল, ফিট থাকলেই খেলতে পারবেন রাহুল। নেটে রাহুলকে ব্যাট করতে দেখা গিয়েছে একটি ভিডিওতে। তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে সাবলীল ভাবে ব্যাট করতে দেখা জাচ্ছে তাঁকে। শট খেলতে কোনও সমস্যা হচ্ছে না। 

কেএল রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে ভাইজাগে দ্বিতীয় টেস্ট মিস করেন। (সৌজন্যে: রাহুলের ইনস্টাগ্রাম/রয়টার্স)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2024,
  • अपडेटेड 8:00 AM IST

চোটের জন্য ইংল্যান্ডের (India VS England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। তৃতীয় টেস্টের আগে যে দল ঘোষণা করা হল, সেই দলে তিনি থাকলেও বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছিল, ফিট থাকলেই খেলতে পারবেন রাহুল। নেটে রাহুলকে ব্যাট করতে দেখা গিয়েছে একটি ভিডিওতে। তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে সাবলীল ভাবে ব্যাট করতে দেখা জাচ্ছে তাঁকে। শট খেলতে কোনও সমস্যা হচ্ছে না। 
 

সুস্থ হচ্ছেন রাহুল
পেশির চোটে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। রাহুল থাকলে ভারতের মিডল অর্ডার অনেকটা শক্তিশালী হয়। এখন রাজকোটে তৃতীয় টেস্টে তাঁকে দলে নেওয়া হবে কিনা সেটা বৃহস্পতিবারের আগে বলা বেশ কঠিন। কারণ রাহুলকে ছাড়াই দ্বিতীয় টেস্ট জিতেছে দল। তবে ভারতের মিডল অর্ডার ব্যাটার যে সুস্থ তা বোঝা যাচ্ছে। 

প্রথম টেস্টে ছন্দে ছিলেন রাহুল
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। প্রথম ইনিংসে ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তবুও হেরে যায় ভারত। দ্বিতীয় টেস্টের আগে পেশিতে টান ধরেছে রাহুলের। ফলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। সেই টেস্টে রাহুলের বদলে খেলেন রজত পাতিদার। প্রথম টেস্ট হলেও তিনি সেভাবে দাগ কাটতে পারেননি। সবে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এমন জায়গায় আরও একটা ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে চাইবেন রোহিত শর্মারা। 

ইংল্যান্ড সিরিজ়ে খেলছেন না বিরাট কোহলি। তিনি না থাকায় রাহুল ফিট হয়ে গেলে তিনিই চার নম্বরে ব্যাট করবেন। দ্বিতীয় টেস্টে রাহুল না থাকায় চার নম্বরে ব্যাট করেছিলেন শ্রেয়স আয়ার। কিন্তু তিনি বড় রান করতে পারেননি। তাই শেষ তিনটি টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। তৃতীয় টেস্টে যদি রাহুল ফেরেন তা হলে চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে তাঁকে। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement