Advertisement

India VS England 3rd Test: অবশেষে ডেবিউ সরফরাজের, বাবা-স্ত্রীর সামনে আবেগে ভাসলেন ক্রিকেটার

দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান। অবশেষে ভারতীয় দলে জায়গা পেলেন সরফরাজ খান। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ায় জায়গা পেয়ে গেলেন তিনি। আর এর জেরেই আবেগে ভাসতে দেখা গেল তাঁর বাবা ও স্ত্রীকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার পর, অনেকদিন ধরেই ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন তিনি। আর এবার মিলল সুযোগ। 

অনিল কুম্বলের কাছ থেকে টেস্ট ক্যাপ পাওয়ার পর বাবাকে জড়িয়ে ধরেন সরফরাজ খান অনিল কুম্বলের কাছ থেকে টেস্ট ক্যাপ পাওয়ার পর বাবাকে জড়িয়ে ধরেন সরফরাজ খান
Aajtak Bangla
  • রাজকোট,
  • 15 Feb 2024,
  • अपडेटेड 11:35 AM IST
  • তৃতীয় টেস্টে জায়গা পেলেন সরফরাজ
  • আবেগে ভাসলেন ক্রিকেটার

দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান। অবশেষে ভারতীয় দলে জায়গা পেলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ায় (Team India) জায়গা পেয়ে গেলেন তিনি। আর এর জেরেই আবেগে ভাসতে দেখা গেল তাঁর বাবা ও স্ত্রীকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার পর, অনেকদিন ধরেই ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন তিনি। আর এবার মিলল সুযোগ। 

ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন অনিল কুম্বলে বৃহস্পতিবার সরফরাজের হাতে ক্যাপ তুলে দেন। সেই সময়ই কাঁদতে দেখা যায় তাঁর স্ত্রী ও বাবাকে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজকোটের এই ম্যাচে আরও এক ভারতীয় ক্রিকেটারের অভিষেক হল। তিনি হলেন ধ্রুভ জুড়েল। শ্রীকর ভরত দুই ম্যাচেই রান করতে না পারায় তাঁকে বসিয়ে খেলানো হচ্ছে জুড়েলকে। ভারতীয় দল সিরিজে সমতা ফেরানোর পরে তৃতীয় টেস্টে মোট চারটে পরিবরতন করেছে ভারতীয় দল। তার মধ্যে এই দুই ক্রিকেটার যেমন আছেন তেমনি প্রভাব ফেলতে না পারা মুকেশ কুমার বাদ গিয়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন মহম্মদ সিরাজ। বাদ পড়েছেন কুলদীপ যাদবও। তাঁর জায়গায় চোট সারিয়ে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। 

ইংল্যান্ড দল মাত্র একটা পরিবর্তন করেছে। চোট সারিয়ে দলে ফিরেছেন মার্ক উড। বাদ পড়েছেন শোয়েব বসির। তবে তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। 

তৃতীয় টেস্টে ভারতীয় দল- যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রজত পতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

তৃতীয় টেস্টে ইংল্যান্ড দল- জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ,  টম হার্টলি, মার্ক উড, জেমস এন্ডারসন

Advertisement

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি
প্রথম টেস্ট: ২৫-২৯ জানুয়ারি, হায়দ্রাবাদ (ইংল্যান্ড ২৮ রানে জিতেছে)
দ্বিতীয় টেস্ট: ২-৬ ফেব্রুয়ারি, বিশাখাপত্তনম (১০৬ রানে ভারত জিতেছে)
তৃতীয় টেস্ট: ১৫-১৯ ফেব্রুয়ারি, রাজকোট
চতুর্থ টেস্ট: ২৩-২৭ ফেব্রুয়ারি, রাঁচি 
পঞ্চম টেস্ট: ৭-১১ মার্চ, ধর্মশালা        

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement