ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে মায়ের অসুস্থতার কারণে বাড়ি চলে যেতে হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। তবে তিনি এবার মাঠে ফিরছেন। ম্যাচের চতুর্থ দিনে রাজকোটে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। এমনটাই জানিয়ে দেওয়া হল বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পর, দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাড়িয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। এই জয়ে বড় ভূমিকা ছিল অশ্বিনের। তৃতীয় টেস্টেও ব্যাট হাতে বেশ ভাল খেলেছেন তিনি। তবে এরপরেই মায়ের অসুস্থতার জন্য বাড়ি ফিরে গিয়েছিলেন ভারতের অফস্পিনার। বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, পারিবারিক কারণে বাড়ি ফিরে যাচ্ছেন অশ্বিন। তবে বিসিসিআই পরিবারে কার কী হয়েছে তা সেই পোস্টে জানায়নি ভারতীয় বোর্ড। পরে বোর্ডের কর্তা রাজিব শুক্লার ট্যুইট থেকে জানা যায়, মায়ের অসুস্থতার জন্যই বাড়ি ফিরে গিয়েছেন অশ্বিন।
টেস্টে ৫০০ উইকেট নিয়েছে অশ্বিন
টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়ে ফেলেছেন অশ্বিন। এই তালিকায় সবার আগে রয়েছেন অনিল কুম্বলে। বিশ্ব ক্রিকেটে নয় নম্বরে রয়েছেন ভারতের অফ স্পিনার। এর আগে এই রেকর্ডটি স্পর্শ করেছিলেন শ্রীলঙ্কার মুথেয়া মুরলিধরন (৮০০), স্রেন ওয়ার্ন(৭০৮), জেমস এন্ডারসন(৬৯৫), অনিল কুম্বলে (৬১৯), স্টুয়ার্ট বোর্ড(৬০৪), গ্লেন ম্য়াকগ্রা (৫৬৩), কারটনিয় ওয়াল্স(৫১৯), নাথান লিওন(৫১৭)।
শুভেচ্ছা জানিয়েছেন কুম্বলে সচিন
ভারতীয় দলের তারকা অফস্পিনারকে শুভেচ্ছা জানিয়েছেন অনিল কুম্বলে ও সচিন তেন্ডুলকর। কুম্বলে ট্যুইটে অশ্বিনকে উদ্দেশ্যে করে লিখেছেন, '৫০০ উইকেটের পর ৭০০ উইকেটের লক্ষ্য় রাখতে হবে।’ সচিন লিখেছেন, '৫০০ উইকেট নেওয়া মুখের কথা নয়। অশ্বিন সবসময়ই অসাধারণ। তুমি চ্যাম্পিয়ন। ৫০০ উইকেট নেওয়া বিরাট বড় মাইলস্টোন।'