Advertisement

Team India: রোহিতরা আবার ব্যর্থ, ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচেই বিপর্যয়ের মুখে ভারত

টসে জিতে স্বাভাবিক ভাবেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুটা কিছুটা দেখে শুনে করেছিলেন শুভমন গিল ও অধিনায়ক রোহিত শর্মা। ২৮ বলে ২১ রান করে আউট হন গিল। উইল ডেভিসের বল কট বিহাইন্ড হন তিনি। দলের রান তখন মাত্র ৩৫। ৫০ রানের মাথায় রোহিতের উইকেট হারায় ভারত। শর্ট বল পুল মারতে গেলে ব্যাটে-বলে সে ভাবে সংযোগ হয়নি। ফল বল চলে যায় ফিল্ডারের কাছে। হনুমা বিহারীকে আউট করে ওয়াকার দ্বিতীয় উইকেট নেন। বেটসের হাতে ম্যাচ দিয়ে ২৩ বলে মাত্র ৩ রান করে আউট হন তিনি। লাঞ্চের আগেই অর্ধেক ব্যাটার সাজঘরে চলে যান।

রোহিত শর্মারোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jun 2022,
  • अपडेटेड 5:46 PM IST
  • রান পাননি ব্যাটাররা
  • ব্যর্থ রোহিত

লেস্টারশায়ারের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। ১ জুলাই থেকেই শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। আর এর মধ্যেই বড়সড় ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারতীয় দল। ব্যর্থ হয়েছেন হনুমা বিহারী, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজারা। আর এটাই চিন্তায় রাখছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। 

টসে জিতে স্বাভাবিক ভাবেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুটা কিছুটা দেখে শুনে করেছিলেন শুভমন গিল ও অধিনায়ক রোহিত শর্মা। ২৮ বলে ২১ রান করে আউট হন গিল। উইল ডেভিসের বল কট বিহাইন্ড হন তিনি। দলের রান তখন মাত্র ৩৫। ৫০ রানের মাথায় রোহিতের উইকেট হারায় ভারত। শর্ট বল পুল মারতে গেলে ব্যাটে-বলে সে ভাবে সংযোগ হয়নি। ফল বল চলে যায় ফিল্ডারের কাছে। হনুমা বিহারীকে আউট করে ওয়াকার দ্বিতীয় উইকেট নেন। বেটসের হাতে ম্যাচ দিয়ে ২৩ বলে মাত্র ৩ রান করে আউট হন তিনি। লাঞ্চের আগেই অর্ধেক ব্যাটার সাজঘরে চলে যান।

০ রানে প্রসিদ্ধ আউট করেন শ্রেয়াস আইয়ারকে। ওয়াকারের তৃতীয় শিকার রবীন্দ্র জাদেজা। ১৩ বলে ১৩ রান করে এলবি ডাব্লিউ হন তিনি। লাঞ্চের আগে ৫ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান করেছে ভারত। উইকেটে রয়েছেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি। ৩২ বলে ৯ রান করে অপরাজিত তিনি। উইকেট কিপার শ্রীকর ভরত ১৬ বলে ৬ রান করে অপরাজিত। 

আরও পড়ুন

চার ভারতীয় খেলোয়াড় তাদের দলের বিপক্ষে খেলছেন

ভারতের চার ক্রিকেটারকে লেস্টারশায়ারের হয়ে খেলতে দেখা যাচ্ছে চেতেশ্বর পূজারা, ঋষভ পান্ত, জাসপ্রিত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে। লেস্টারশায়ারের অধিনায়কত্ব করছেন স্যাম ইভান্স। যেখানে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার নেতৃত্বে। এই ৪ দিনের প্রস্তুতি ম্যাচে, ১৩ জন করে খেলোয়াড় উভয় দল থেকে খেলবেন। যাতে বোলারদের বেশি বল করতে না হয়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement