Advertisement

India VS England: 'ওকে তো একটু খেলতে দিন...' তরুণ তারকাকে নিয়ে বড় মন্তব্য সৌরভের

রাঁচি টেস্টে দারুণ ব্যাটিং করে টিম ইন্ডিয়ার ভরসা হয়ে উঠেছেন ধ্রুব জুরেল। একটা ম্যাচ ভাল খেলতে না খেলতেই বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে। ১৯৮৩ সালে ভারতের হয়ে প্রথমবার বিশ্বকাপ জেতা দলের সদস্য সুনীল গাভাস্কার যদিও জুরেলের সঙ্গে ধোনির তুলনা করে বসেন। সৌরভ যদিও স্পষ্ট জানিয়ে দিলেন এই তুলনার কোনও মানেই হয় না।

সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2024,
  • अपडेटेड 1:28 PM IST
  • গাভাস্কারের মন্তব্য নিয়ে বিস্ফোরক সৌরভ
  • জুরেলকে নিয়ে বড় মন্তব্য সৌরভের

রাঁচি টেস্টে দারুণ ব্যাটিং করে টিম ইন্ডিয়ার ভরসা হয়ে উঠেছেন ধ্রুব জুরেল। একটা ম্যাচ ভাল খেলতে না খেলতেই বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে। ১৯৮৩ সালে ভারতের হয়ে প্রথমবার বিশ্বকাপ জেতা দলের সদস্য সুনীল গাভাস্কার যদিও জুরেলের সঙ্গে ধোনির তুলনা করে বসেন। সৌরভ যদিও স্পষ্ট জানিয়ে দিলেন এই তুলনার কোনও মানেই হয় না।

সৌরভ স্পষ্ট বললেন, 'সবার আগে বলি, ও কিন্তু মহেন্দ্র সিং ধোনি নয়। আরে, ওকে তো একটু খেলতে দিন। গত দুটো টেস্টে ও যেভাবে পারফরম্যান্স করেছে, তা আমার সত্যিই খুব ভালো লেগেছে। মহেন্দ্র সিং ধোনি হতে গেলে, ওকে কমপক্ষে ১৫ থেকে ২০ বছর খেলতে হবে।' তিনি আরও যোগ করেন, 'ইংল্যান্ডের বিরুদ্ধে জুরেল যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছে। বিশেষ করে স্পিন এবং ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে ও যেভাবে খেলেছে, তা আমাকে যথেষ্ট প্রভাবিত করেছে। সবথেকে বড় কথা, চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে দুর্দান্ত পারফরম্যান্স করেছে।'

রাঁচি টেস্টে টিম ইন্ডিয়াকে জিততে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। তবে ধ্রুব জুরেলের প্রথম ইনিংসে ৯০ রান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলতে না পারলে টিম ইন্ডিয়ার পক্ষে জেতাটা কিন্তু বেশ মুশকিল হয়ে যেত। সিরিজের প্রথম টেস্টে হেরে গেলেও পরপর তিন টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। রাঁচিতে চতুর্থ টেস্টে ভারতীয় দলকে জিতিয়ে সিরিজ জয় নিশ্চিত করেন জুরেল। তবে এখনই তাঁকে নিয়ে বেশি মাতামাতি করা উচিত নয় বলে মনে করেন সৌরভ।  

ব্যাট হাতে শুধু নয়, উইকেটের পেছনেও দারুণ কাজ করে গিয়েছেন জুরেল। আর তার জেরেই জয় এসেছে।        

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement