ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চতুর্থ টেস্টের ম্যাচ রাঁচিতে খেলতে নামবে ভারতীয় দল (Team India)। শুক্রবার থেকে শুরু হতে চলা এই ম্যাচের পিচ দেখে অবাক ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস (Ben Stokes)। জানিয়ে দিলেন, তিনি তাঁর কেরিয়ারে এর আগে এমন পিচ দেখেননি। পিচ দেখে তিনি নাকি কিছুই বুঝতে পারছেন না।
রাঁচির পিচ সাধারণভাবে নিচু ও মন্থর হয়। চতুর্থ টেস্টের আগে পিচ দেখে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। দূর থেকে দেখলে এই পিচে ঘাস রয়েছে বলে মনে হলেও, সামনে এলে দেখা যাচ্ছে, তা অন্যরকম। স্টোকস বলেন, 'আমি এর আগে কোনওদিন এমন পিচ দেখিনি। এখানে কী হবে তা নিয়ে আমাদের কোনও ধারণা নেই। ভাল করে দেখলে দেখা যাবে পিচের দুই প্রান্ত একেবারে আলাদা। ভারতে এর আগে এমন পিচ আমি দেখিনি।'
ইংল্যান্ড ক্যাপ্টেনের দাবি, তিনি যখন ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন সেই সময়, পিচ এক রকম দেখতে লাগছিল। পরে যদিও কাছে যেতেই পুরো ব্যাপারটা দেখে অবাক হয়ে গিয়েছেন তিনি। বলেন, 'ড্রেসিংরুম থেকে দেখে মনে হচ্ছিল, পিচ সবুজ। কিন্তু যখন কাছে গিয়ে ভাল করে দেখলাম তখন কালো মাটির উইকেট লাগল। কয়েকটা জায়গায় বড় বড় ফাটল দেখলাম।'
পিচ দেখে ইংল্যান্ড দল ধরেই নিয়েছে যে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে চার স্পিনার খেলাবে ভারত। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে অক্ষর প্যাটেল দলে ঢুকতে পারে বলে মনে করছে তারা। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দলের তরফে তেমন কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। রাজকোট স্টেডিয়ামে ইংল্য়ান্ড টক্কর দিলেও ৪৩৪ রানের ব্য়বধানে ম্য়াচের হারের পর এবার রাঁচিতে জিততে হবে বললেন বেন স্টোকস। তিনটি টেস্ট খেলার পর ২- ১ এর ব্য়বধানে এগিয়ে টিম ইন্ডিয়া। এবারের ম্য়াচ যদি ইংল্য়ান্ড জিততে না পারে তাহলে সিরিজ হেরে যাবেন স্টোকসরা।