
নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ২৩৯ রানের টার্গেট দিল ভারত। দারুণ ব্যাট করলেন অভিষেক শর্মা। যদিও ওপেনে নেমে ব্যর্থ সঞ্জু স্যামসন (৭ বলে ১০ রান)। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আশা দেখালেও বড় রান পেলেন না। মূলত অভিষেকের দাপটেই বড় রান করে ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে সঞ্জ স্যামসন ১০ রান করে আউট হন। দীর্ঘ সময় পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে আসা ঈশান কিষাণও মাত্র ৮ রান করে আউট হন। তবে অভিষেক শর্মা তখন এক দুরন্ত ইনিংস খেলেন, মাত্র ২২ বলে অর্ধশতরান করে ফেলেন। অধিনায়ক সূর্যকুমার যাদবও ভালো ফর্মে ছিলেন। ১০ ওভার শেষে ভারতের স্কোর ছিল ১১৭-২। তবে, ১১তম ওভারে অধিনায়ক সূর্য ৩২ রান করে আউট হলে ভারত তাদের তৃতীয় ধাক্কা খায়। সূর্য ২২ বলে ৪টি চার এবং একটি ছক্কা মেরে ৩২ রান করেন।
অভিষেক আউট হন ৮৪ রান করে তাও আবার মাত্র ৩৫ বলে। তাঁর এই ইনিংসে ছিল পাঁচটা চার ও আটটা ছক্কা। তবে ১২ ওভারে সেই সময় ভারতের রান ১৪৯। ৪ উইকেট হারিয়ে একটু চাপেই পড়তে হয় ভারতীয় দলকে। হার্দিক পান্ডিয়া তখনও সেট হননি। এর মধ্যেই শিবম দুবেকে নেমে পড়তে হয়। দুবেও বেশি সময় টিকতে পারেননি। ৪ বলে ৯ রান করে আউট হন তিনি। শেষে ২০ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং।
ভারতীয় দল (খেলোয়াড় একাদশ): সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা
নাগপুর টি-টোয়েন্টির জন্য নিউজিল্যান্ডের একাদশ: টিম রবিনসন, ডেন্ডন কনওয়ে, রচিন রবীন্দ্র, গ্রেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, ইশ সোধি, জ্যাকব ডাফি।