Advertisement

India vs New Zealand 1st Test: বেঙ্গালুরুতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে যাবে ভারত vs নিউজিল্যান্ড ম্যাচ?

বুধবার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারত ও নিউজিল্যান্ড। বুধবার থেকে শুরু হতে চলা এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে বৃষ্টি এই ম্যাচে বড় বাধা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, ম্যাচের আগেরদিন অর্থাৎ মঙ্গলবারও বৃষ্টি হয়েছে। ফলে প্রথম দিনের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে কিনা সেটাই এখন দেখার। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে দারুণ জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট (ফটো ক্রেডিট: গেটি ইমেজ)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2024,
  • अपडेटेड 3:39 PM IST

বুধবার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারত ও নিউজিল্যান্ড। বুধবার থেকে শুরু হতে চলা এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে বৃষ্টি এই ম্যাচে বড় বাধা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, ম্যাচের আগেরদিন অর্থাৎ মঙ্গলবারও বৃষ্টি হয়েছে। ফলে প্রথম দিনের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে কিনা সেটাই এখন দেখার। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে দারুণ জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই সহজ করতে হলে ঘরের মাঠে সমস্ত টেস্টেই ভাল পারফর্ম করতে হবে রোহিত শর্মাদের। এমন পরিস্থিতিতে প্রথম দিনের খেলা ভেস্তে গেলে টেস্ট থেকে জয় তুলে আনা কিছুটা কঠিন হবে টিম ইন্ডিয়ার পক্ষে। তবে নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আড়াই দিনেই জয় তুলে নিয়েছে ভারত। তবে বাংলাদেশ আর নিউজিল্যান্ড যে এক নয় সেটা প্রায় সকলেই জানেন। 

কেমন থাকবে প্রথমদিনের আবহাওয়া?
Accuweather-এর মতে, বেঙ্গালুরুর আকাশ বুধবার মেঘলা থাকবে এবং কিছু বৃষ্টিপাতও হতে পারে। মঙ্গলবার বেশ বৃষ্টি হয়েছে। ফলে আউটফিল্ড থেকে জল সারতে পরিশ্রম করতে হবে গ্রাউন্ডসম্যানদের। তবে বুধবার বিকেলে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বৃষ্টি হতে পারে ম্যাচের তৃতীয় দিনও। শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৭ শতাংশ। 

ভারত বনাম নিউজিল্যান্ড স্কোয়াড
ভারত: রোহিত শর্মা (সি), জসপ্রীত বুমরা (ভিসি), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (ডব্লিউকে), ধ্রুব জুরেল (ডব্লিউকে), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ

নিউজিল্যান্ড: টম ল্যাথাম (সি), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (শুধুমাত্র ১ম টেস্ট), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রকে, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, ইশ সোধি (কেবলমাত্র ২য় ও ৩য় টেস্ট), টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement