India vs New Zealand: নিউজিল্যান্ডের সামনে মাত্র ১০৭ রানের লক্ষ্য দিয়েছে ভারতীয় দল। লোয়ার মিডল অর্ডার রান না পাওয়ায় লিড এগিয়ে নিয়ে যেতে পারেনি টিম ইন্ডিয়া। রোহিত শর্মাদের দরকার দ্রুত উইকেট। নতুন বলের ফয়দা বুমরা, সিরাজ তুলতে পারলে ভারতীয় দলের আশা বাড়বে।
হেরে গেল ভারত
প্রথম টেস্টে বেঙ্গালুরুতে হারল রোহিত শর্মার ভারতীয় দল। ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট জেতার রেকর্ড ভেঙে গেল। ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ঘরের মাঠে হারতে হয়েছিল ভারতকে। বেঙ্গালুরু টেস্টে আট উইকেটে হারল ভারতীয় দল।
৫০ পেরল নিউজিল্যান্ড
উইল ইয়ং দারুণ ব্যাট করছেন। সঙ্গী রাচিন রবীন্দ্রও মেরে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জয় থেকে মাত্র ৫৫ রান দূরে কিউইয়িরা।
আউট কনওয়ে
আউট হলেন ডেভন কনওয়ে। ফের লেগ বিফোর করলেন বুমরা। আরও আট উইকেট তুলতে হবে ভারতীয় দলকে।
প্রথম ওভারেই উইকেট তুলল ভারত
ওভারের শেষ বলে লেগ বিফোর হলেন টম ল্যাথাম। রিভিউ নিয়েও লাভ হল না নিউজিল্যান্ডের। ০ রানেই ১ উইকেট হারাল সফরকারী দল।
ম্যাচ কখন শুরু?
পঞ্চম দিনের ম্যাচ শুরু হবে ১০:১৫ তে। বৃষ্টির জেরে কিছুটা সময় লাগছে খেলা শুরু হতে।