Advertisement

India vs New Zealand 1st Test Day 4: মন্দ আলোয় বন্ধ ম্যাচ, জয় থেকে ১০৭ রান দূরে নিউজিল্যান্ড

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি বেঙ্গালুরুতে খেলা হচ্ছে। আজ চতুর্থ দিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারতীয় দল। বর্তমানে ব্যাট করছেন ঋষভ পান্ত ও সরফরাজ খান। প্রথম সেঞ্চুরি করেন সরফরাজ খান।

Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 19 Oct 2024,
  • अपडेटेड 4:56 PM IST

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি বেঙ্গালুরুতে খেলা হচ্ছে। আজ চতুর্থ দিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারতীয় দল। বর্তমানে ব্যাট করছেন ঋষভ পান্ত ও সরফরাজ খান। প্রথম সেঞ্চুরি করেন সরফরাজ খান।

১০৬ রানে লিড ভারতের

৪৬২ রানে অল আউট ভারত। 

আউট রাহুল পান্ত

আউট হলেন কেএল রাহুল ও ঋষভ পান্ত। ৬ উইকেট হারিয়ে ভারতের লিড পেরল ৮২ রান।

১৫০ করে আউট সরফরাজ

দারুণ ইনিংস খেলে আউট সরফরাজ। টিম সাউদির বলে আউট তিনি। ৪ উইকেটে ৪০৮ রান করে ফেলেছে টিম ইন্ডিয়া। ৫২ রানে লিড টিম ইন্ডিয়া। 

৪০০ পেরল ভারত

৩ উইকেট হারিয়ে ৪০০ করে ফেওল ভারত। বড় লিডের পথে পন্ত-সরফরাজরা। চোট লেগেছিল পান্তের। তা নিয়েও দারুণ ব্যাটিং তাঁর। 

১৫০ রানের পার্টনারশিপ

ভারতকে দারুণ জায়গায় নিয়ে যাচ্ছেন সরফরাজ ও পান্ত। ১৫০ রানের জুটি দুই ব্যাটারের। 

এগিয়ে গেল টিম ইন্ডিয়া

দারুণ ছন্দে পান্ত ও সরফরাজ। ৩৬৪ রান করে ফেলল টিম ইন্ডিয়া। 

বৃষ্টিতে বন্ধ ম্যাচ

বৃষ্টিতে ফের বন্ধ ম্যাচ। 

হাফ সেঞ্চুরি পান্তের

হাফ সেঞ্চুরি ঋষভ পান্তের। ৫৬ বলে ৫৩ রান করে অপরাজিত পান্ত। ৩ উইকেটে ৩৩৯ রান করে ফেলেছে ভারত। ভারতীয় দল এখনও ১২ রানে।   
ভাল জায়গায় টিম ইন্ডিয়া

প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অল আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং ভারতের। বিরাট কোহলি তৃতীয় দিনের শেষ বলে আউট হলেও চতুর্থ দ্বীনে দারুণ শুরু ভারতের। মারকাটারি ব্যাটিং-এ ৩ উইকেট হারিয়ে ৩০০ পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। উইকেটে রয়েছেন পান্ত ও সরফরাজ খান। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement