Advertisement

India vs New Zealand 1st Test: নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল টিম ইন্ডিয়া, চোট তারকা ব্যাটারের

টেস্ট সিরিজ (India vs New Zealand) শুরু হওয়ার আগেই বিরাট ধাক্কা খেল ভারতীয় দল (Team India)। চোটের জন্য প্রথম ম্যাচে নাও খেলতে পারেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর জায়গায় দলে সুযোগ পেতে পারেন সরফরাজ খান (Sarfaraz Khan)। গিল বাংলাদেশের বিরুদ্ধে ভাল ছন্দে ছিলেন গিল। তাই তিনি না থাকলে রোহিত শর্মাদের (Rohit Sharma) জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 16 Oct 2024,
  • अपडेटेड 8:27 AM IST

টেস্ট সিরিজ (India vs New Zealand) শুরু হওয়ার আগেই বিরাট ধাক্কা খেল ভারতীয় দল (Team India)। চোটের জন্য প্রথম ম্যাচে নাও খেলতে পারেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর জায়গায় দলে সুযোগ পেতে পারেন সরফরাজ খান (Sarfaraz Khan)। গিল বাংলাদেশের বিরুদ্ধে ভাল ছন্দে ছিলেন গিল। তাই তিনি না থাকলে রোহিত শর্মাদের (Rohit Sharma) জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

ভারতীয় দলের তারকা ব্যাটার শুভমান গিল প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছে। শুভমনের ঘাড়ে এবং কাঁধে ব্যথা। দলকে সেকথা জানিয়েছেন তারকা ব্যাটার। যার ফলে অন্য একজন ব্য়াটারকে তৈরি থাকতে বলা হয়েছে।
সরফরাজ ইরানি ট্রফিতে দারুণ ব্যাট করেছেন। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেকেই নজরকাড়া ব্যাটিং করেছিলেন সরফরাজ খান। গিল না খেললে কেএল রাহুলকে প্রথম ডাউন নিয়ে আসা হতে পারে। সরফরাজ খান খেলতে পারেন ৫ নম্বর জায়গায়। তবে গিল খেলবেন কিনা সেই সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে নেবে টিম ইন্ডিয়া।

কেমন থাকবে প্রথমদিনের আবহাওয়া?
Accuweather-এর মতে, বেঙ্গালুরুর আকাশ বুধবার মেঘলা থাকবে এবং কিছু বৃষ্টিপাতও হতে পারে। মঙ্গলবার বেশ বৃষ্টি হয়েছে। ফলে আউটফিল্ড থেকে জল সারতে পরিশ্রম করতে হবে গ্রাউন্ডসম্যানদের। তবে বুধবার বিকেলে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বৃষ্টি হতে পারে ম্যাচের তৃতীয় দিনও। শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৭ শতাংশ। 

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল বা সরফরাজ খান, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ বা কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। 
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ডেভন কনওয়ে, টম লাথাম (অধিনায়ক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার বা মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি, এজাজ প্যাটেল, উইল ও'রোর্ক।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement