Advertisement

India vs New Zealand 1st Test: ২,০,০,২০,০,০,০,২...এটা স্কোর না ফোন নম্বর! টসে জিতে ব্যাটিং নেওয়াই কাল হল ভারতের?

বেঙ্গালুরুতে প্রথম দিনে একটাও বল খেলা হয়নি। শুধু তাই নয়, হয়নি টসও। এই অবস্থায় দ্বিতীয় দিনে টসে জিতে সকলকে অবাক করে দিয়ে ব্যাটিং নিয়ে বসেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। আর তাতেই লাঞ্চের পরেই গুটিয়ে গেল ভারতীয় দল। দেশের মাটিতে এর আগে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৭৫ রান। এবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই রানও টপকাতে পারল না টিম ইন্ডিয়া।

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 17 Oct 2024,
  • अपडेटेड 1:31 PM IST

বেঙ্গালুরুতে প্রথম দিনে একটাও বল খেলা হয়নি। শুধু তাই নয়, হয়নি টসও। এই অবস্থায় দ্বিতীয় দিনে টসে জিতে সকলকে অবাক করে দিয়ে ব্যাটিং নিয়ে বসেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। আর তাতেই লাঞ্চের পরেই গুটিয়ে গেল ভারতীয় দল। দেশের মাটিতে এর আগে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৭৫ রান। এবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই রানও টপকাতে পারল না টিম ইন্ডিয়া।

রোহিতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন
দ্বিতীয় দিনের শুরুতে আকাশে বেশ মেঘ ছিল। ভারতীয় দল ভালভাবেই জানত ম্যাট হেনরি, উইলিয়াম রউরকি বা টিম সাউদিরা এমন সুযোগ ছেড়ে দেবেন না। তবুও টসে জিতে কেন ব্যাট নিলেন রোহিত তা নিয়েই উঠছে প্রশ্ন। ফলে পাঁচ ব্যাটার ০ রানেই ফিরলেন। ফলে ভারতের রান এগোল না একেবারেই। বিরাট কোহলি, সরফরাজ খান, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজার মতো তারকারা কোনও রান যোগ করতে পারেননি। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনও রান না করেই প্যাভেলিয়নে ফিরেছেন।  

ভুল শট নির্বাচন

বোলাররা যখন চাপ বাড়াচ্ছেন তখন আক্রমণ করসাটা আধুনিক ক্রিকেটের নিদর্শন হলেও, ভুল শট খেললে বিপদে পড়তেই হয়। আর সেটাই হয়েছে ভারতীয় দলের ক্ষেত্রেও। বাংলাদেশ আর নিউজিল্যান্ডের যে কোনও তুলনা হয় না তা বোধহয় বুঝতেই পারেনি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। ঘরের মাঠে  সেই কারণেই পড়তে হয়েছে লজ্জার মুখে। ভারতের পক্ষে সবচেয়ে বেশি রাব ঋষভ পন্তের। ২০ রান করে ফেরেন তিনি। 

 

  
১০ রানেই প্রথম তিন উইকেট
শুরুতে রোহিত শর্মা আউট হওয়ার পরেই আউট হন বিরাট। শুভমন গিল না থাকায় তাঁকে তিন নম্বরে পাঠান হলেও কাজের কাজ করতে পারেননি। এরপর রান না করে আউট হন সরফরাজও। ফলে মাত্র ১০ রানেই ৩ উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর ঘুরে দেখানোর সুযোগও নষ্ট করে ভারত। এক্টাই জুটি ভারতীয় দলকে স্বপ্ন দেখাচ্ছিল। ঋষভ পন্ত আর জয়সওয়াল ভাল ব্যাট করলেও। ওপেনার জয়সওয়াল বাজে শট খেলে আউট হতেই সেই আশাও শেষ হয়।   

Advertisement

এটা ভারতীয় দলের তৃতীয় সর্বনিম্ন স্কোর। আর ভারতের মাটিতে এটাই টিম ইন্ডিয়ার সবচেয়ে কম রান। ফলে বিরাট লজ্জার মুখে পড়তে হল টিম ইন্ডিয়াকে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement