নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল (Team India)। প্রথম ম্যাচে ভারতীয় দল বেঙ্গালুরুতে আট উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া। পুনে টেস্টে ঘুরে দাঁড়াতে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে যাওয়ার অঙ্ক আরও কঠিন হয়ে যাবে। এমন অবস্থায় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দ্বিতীয় টেস্টের জন্য তার প্লেয়িং-11-এ কিছু পরিবর্তন করতে পারেন।
কেএল রাহুলের জায়গায় সরফরাজ?
চোটের কারণে শুভমান গিল প্রথম টেস্ট খেলতে না পারলেও পুনে ম্যাচে তাঁকে পাওয়া যেতে পারে। এমতাবস্থায় অধিনায়ক রোহিত যদি প্লেয়িং-১১-এ গিলকে বেছে নেন, তাহলে কে বাদ পড়েন সেটাই দেখার বিষয়। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে খাতা খুলতে পারেননি কেএল রাহুল। যেখানে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ রান। অন্যদিকে সরফরাজ খান আছেন, যিনি প্রথম ইনিংসে খাতা খুলতে পারেননি। কিন্তু প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের দায়িত্ব নেন তিনি। সরফরাজ দেড়শ রানের দারুণ ইনিংস খেলে দলকে বড় স্কোরে নিয়ে যান।
ওয়াশিংটন সুন্দর কি সুযোগ পাবেন?
অধিনায়ক রোহিত এবং কোচ গৌতম গম্ভীর যদি পুনে টেস্টে কেএল রাহুলকে সুযোগ দেন, তবে তাদের কাছে দু'টি বিকল্প রয়েছে। প্রথমত, শুভমান গিলকে খেলাতে হলে সরফরাজকে বেঞ্চে বসাতে হবে। অন্যদিকে, স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকেও দলে রেখেছে বিসিসিআই। তবে দ্বিতীয় টেস্টে প্লেয়িং-১১-এ জায়গা করে নেওয়া কঠিন মনে হচ্ছে। ভারতীয় দল যদি ৩ জন স্পিনার নিয়ে যায়, তাহলে তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব বা ওয়াশিংটন সুন্দর। পিচ যদি ফাস্ট বোলারদের সাহায্য করে তাহলে আকাশ দীপকে সুযোগ দেওয়া যেতে পারে।
পুনে টেস্টে ভারতের সম্ভাব্য প্লেয়িং-১১- যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল/কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব/ওয়াশিংটন সুন্দর/আকাশ দীপ, মহম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা।