Advertisement

India vs New Zealand 3rd Test Day2: ১৭১ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকছে নিউজিল্যান্ড, এগিয়ে ১৪৩ রানে

আজ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ওয়াংখেড়ে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৩৫ রান করেছিল। এখন ভারতীয় দল ব্যাট করছে। শুরুতে উইকেট হারালেও দলের হাল ধরেছেন ঋষভ পান্ত ও শুভমান গিল।

টিম ইন্ডিয়াটিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • মুম্বই,
  • 02 Nov 2024,
  • अपडेटेड 5:01 PM IST

আজ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ওয়াংখেড়ে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৩৫ রান করেছিল। এখন ভারতীয় দল ব্যাট করছে। শুরুতে উইকেট হারালেও দলের হাল ধরেছেন ঋষভ পান্ত ও শুভমান গিল। ভারতীয় দল ইতিমধ্যেই সিরিজ হেরেছে, এখন এই ম্যাচ জিতে ক্লিন সুইপ এড়াতে চাইবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে খেলার যোগ্যতার দিক থেকেও এই ম্যাচটি ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পরপর উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

৯ উইকেট হারিয়ে ১৭১ রান নিউজিল্যান্ডের। এগিয়ে মাত্র ১৪৩ রানে। দ্রুত শেষ উইকেট তুলে জয়ের দিকে এগোতে মরিয়া ভারতীয় দল। 

আরও পড়ুন

তিন উইকেট হারিয়ে ফেলল নিউজিল্যান্ড

মাত্র ২৩ রানে লিড নিয়েছে নিউজিল্যান্ড। এর মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা। ৫০ পেরিয়ে গেল কিয়ুই দল।  

দ্বিতীয় ইনিংস শুরু কিউয়িদের

শুরুতেই নিউজিল্যান্ডকে ধাক্কা দিলেন টম ল্যাথাম। আকাশদীপে বলে বোল্ড।

২৬৩ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

বেশিক্ষণ টানতে পারলেন না ভারতের শেষের দিকের ব্যাটাররা। শেষবেলায় ওয়াশিংটন সুন্দরের ৩৬ বলে ৩৮ রানের ইনিংসের সৌজন্যে লিড নিল টিম ইন্ডিয়া।
 

সরফরাজ শূন্য রানে ফিরলেন

বড় রান করতে পারলেন না সরফরাজ খান। শূন্য রানেই আউট হলেন। ৭ উইকেট হারাল টিম ইন্ডিয়া। 

২০০ রান পার করল টিম ইন্ডিয়া

৬ উইকেটে ২০০ রান পেরোল ভারত।

নামলেন রবীন্দ্র জাডেজা

সরফরাজের আগে নামানো হল রবীন্দ্র জাডেজাকে। কিন্তু বড় ইনিংস খেলতে পারলেন না। ২৫ বলে ১৪ রান করলেন।

আউট পন্ত

ভাঙল শুভমন ও পন্তের জুটি। ৫৯ বলে ৬০ রানে শেষ হল শুভমনের বিধ্বংসী ইনিংস।  

অর্ধ শতরান পন্তের

গিলের পর হাফ সেঞ্চুরি করলেন ঋষভ পন্ত।

অর্ধশতরান শুভমনের

হাফ সেঞ্চুরি করলেন শুভমন গিল।

দ্বিতীয় দিনে ভাল শুরু টিম ইন্ডিয়ার

দ্বিতীয় দিনে ভারতীয় দল ভাল শুরু করেছে। গিল আর পান্ত দুই ব্যাটারই ভাল খেলছেন। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন তাঁরা। ৪ উইকেট হারিয়ে ভারতের রান এখন ১৭১।   

Advertisement

দুই টেস্টই হেরেছে ভারত

চলতি সিরিজের প্রথম ম্যাচটি বেঙ্গালুরুতে খেলা হয়েছিল, যেখানে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ৮ উইকেটে হেরেছে। এরপর নিউজিল্যান্ড পুনেতে খেলা সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৩ রানে জিতে সিরিজে অপ্রতিরোধ্য লিড নেয়। যদি দেখা যায়, এই মাটিতে চতুর্থ টেস্ট খেলতে এসেছে কিউই দল। এর আগে নিউজিল্যান্ড যে তিনটি ম্যাচ খেলেছে, তাতে একটিতে জিততে হয়েছে এবং দুটিতে হারতে হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement