Advertisement

India vs New Zealand 3rd Test: ঘরের মাঠে ভারতকে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ডের, মুম্বইতেও হার রোহিতদের

মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় দল দারুণ জায়গায় চলে গিয়েছে। তৃতীয় দিনে টিম ইন্ডিয়া জয় হাসিল করতে পারে কিনা সেটাই দেখার। টেস্ট সিরিজ হাতছাড়া হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এই ম্যাচ গুরুত্বপূর্ণ।

গ্লেন ফিলিপস
Aajtak Bangla
  • মুম্বই,
  • 03 Nov 2024,
  • अपडेटेड 1:06 PM IST

মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় দল দারুণ জায়গায় চলে গিয়েছে। তৃতীয় দিনে টিম ইন্ডিয়া জয় হাসিল করতে পারে কিনা সেটাই দেখার। টেস্ট সিরিজ হাতছাড়া হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এই ম্যাচ গুরুত্বপূর্ণ। 

জিতেই গেল নিউজিল্যান্ড

২৫ রানে তৃতীয় টেস্টেও হারল ভারতীয় দল। বেঙ্গালুরু, পুনের পর মুম্বইয়ের মাটিতেও হারল ভারতীয় দল। এজাজ প্যাটেলের বলে ওয়াশিংটন সুন্দর আউট হতেই স্বপ্নভঙ্গ ভারতের।  

বিতর্কিত সিদ্ধান্তের শিকার পান্ত

ঠিক যে সময় ভারতীয় দলকে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও ওয়াংশটন সুন্দর ভারতীয় দলকে জেতাতে পারেন কিনা সেটাই দেখার। 

আউট জাদেজা

আবার উইকেট এজাজের। শর্ট লেগে উইল ইয়ং-এর হাতে ক্যাচ দিয়ে ফেললেন রবীন্দ্র জাদেজা। ব্যাটের কানায় লেগে পায়ে লেগে বল চলে যায় ইয়ং-এর হাতে।  

৫ উইকেট হারিয়ে ৫০ পেরল ভারত

দ্রুত ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান ঠেলে টিম ইন্ডিয়াকে কিছুটা স্বস্তি এনে দেন রবীন্দ্র জাদেজা ও ঋষভ পান্ত। সেট হয়ে গিয়েছেন দুই ব্যাটার। এখান থেকে এই জুটিই দলকে জয়ের দিকে নিয়ে যেতে পারে।  

রোহিত-গিলের পর আউট বিরাটও

২০ রানের মধ্যেই ৩ উইকেট হারাল ভারত। ১ রান করে আউট বিরাট। ২ উইকেট এজাজ প্যাটেলের।   

আউট ফর্মে থাকা গিলও

প্রথম ইনিংসে ৯০ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে রান পেলেন না শুভমন গিল। আজাজ প্যাটেল ওভারের শেষ বলে বোল্ড করেন গিলকে। কোনও শটই খেলেননি তিনি। বল ঢুকে উইকেটে আঘাত করে। 

আউট রোহিত

ফের ব্যর্থ টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। ১১ রান করে ফিরলেন রোহিত। ১৩ রানে প্রথম উকেট হারাল টিম ইন্ডিয়া। বড় শট খেলতে গিয়ে আউট হলেন রোহিত। উইকেট তুলে নিলেন ম্যাট হেনরি। ১০ ইনিংসে একটাই হাফসেঞ্চুরি পেয়েছেন রোহিত।  

Advertisement

ভারতের সামনে টার্গেট 

১৪৭ রানের টার্গেট পেল ভারতীয় দল। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়ে ফেললেন রবীন্দ্র জাদেজা। তবে ওয়াংখেড়ের এই উইকেটে এই রান করাও বেশ কঠিন হতে পারে। উইকেট যেমন সাহায্য করছে স্পিনারদের, তেমনই নতুন বলে পেসাররাও বেগ দিতে পারেন।

  

নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭১ রান করেছে। ৭ রান করে ক্রিজে আছেন আজাজ প্যাটেল। নিউজিল্যান্ডের লিড মাত্র ১৪৩ রান। তাদের এখনও একটি উইকেট বাকি আছে। এই ম্যাচে কিউই দল তাদের প্রথম ইনিংসে ২৩৫ রান করেছিল। জবাবে ভারত প্রথম ইনিংসে ২৬৩ রান করে। অর্থাৎ প্রথম ইনিংসের ভিত্তিতে ভারত পেয়েছে ২৮ রানের লিড। ভারতীয় দল ইতিমধ্যেই সিরিজ হেরেছে, এখন এই ম্যাচ জিতে ক্লিন সুইপ এড়াতে চাইবে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement