Advertisement

India vs New Zealand Test Series: কুলদীপ না আকাশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটাই হতে পারে ভারতের দল

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) টেস্ট সিরিজ। বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই দারুণ জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে এই ম্যাচ আয়োজন নিয়ে সংশয় থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) লড়াইয়ে টিকে থাকতে এই সিরিজ থেকেও জয় তুলে নিতে হবে। আর সেই কারণেই এই সিরিজ শুরু হওয়ার আগে মুখিয়ে রোহিত শর্মারা। ম্যাচ শুরু হওয়ার আগের দিন বৃষ্টির জন্য অনুশীলনে নামতে পারেননি বিরাট কোহলিরা। 

টিম ইন্ডিয়া (ফাইল ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 16 Oct 2024,
  • अपडेटेड 6:00 AM IST

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) টেস্ট সিরিজ। বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই দারুণ জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে এই ম্যাচ আয়োজন নিয়ে সংশয় থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) লড়াইয়ে টিকে থাকতে এই সিরিজ থেকেও জয় তুলে নিতে হবে। আর সেই কারণেই এই সিরিজ শুরু হওয়ার আগে মুখিয়ে রোহিত শর্মারা। ম্যাচ শুরু হওয়ার আগের দিন বৃষ্টির জন্য অনুশীলনে নামতে পারেননি বিরাট কোহলিরা। 

কীভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে ভারত?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে জুন মাসে। সেই ম্যাচের আগে ১০টি টেস্ট খেলবে ভারতীয় দল। এই ১০ ম্যাচের মধ্যে সাতটি জিততে পারলেই ভারতীয় দল পৌঁছে যাবে ফাইনালে। তবে এর মধ্যে পাঁচটি ম্যাচ জিতলেও লক্ষ্যে পৌঁছতে পারবে। ঘরের মাঠে এই সিরিজ তাই আরও একটি বড় সুযোগ রোহিতদের সামনে। বাংলাদেশের পর এবার কিউয়িদের বিরুদ্ধেও হোইয়াইট ওয়াশ করাই লক্ষ্য ভারতীয় দলের।      

কেমন থাকবে প্রথমদিনের আবহাওয়া?
Accuweather-এর মতে, বেঙ্গালুরুর আকাশ বুধবার মেঘলা থাকবে এবং কিছু বৃষ্টিপাতও হতে পারে। মঙ্গলবার বেশ বৃষ্টি হয়েছে। ফলে আউটফিল্ড থেকে জল সারতে পরিশ্রম করতে হবে গ্রাউন্ডসম্যানদের। তবে বুধবার বিকেলে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বৃষ্টি হতে পারে ম্যাচের তৃতীয় দিনও। শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৭ শতাংশ। 

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল বা সরফরাজ খান, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ বা কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। 
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ডেভন কনওয়ে, টম লাথাম (অধিনায়ক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার বা মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি, এজাজ প্যাটেল, উইল ও'রোর্ক।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement