Advertisement

Rohit Sharma On Ind vs NZ Series: 'নিজের সেরাটা দিতে পারিনি', ঘরের মাঠে ৩-০ সিরিজ হারের দায় নিলেন রোহিত

 'নিজের সেরাটা দিতে পারিনি।' ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর নিজের কাঁধেই প্রায় সব দায়িত্ব তুলে নিলেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ঘরের মাঠে তিন বা ততোধিক টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হজম করতে হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ২৫ রানে হারে ভারতীয় দল। এই গোটা সিরিজে ভারতীয় দল যে প্রচুর ভুল করেছে এবং অধিনায়ক ও ব্য়াটার হিসাবে তিনিও ব্যর্থ হয়েছেন, তা মেনে নিচ্ছেন রোহিত শর্মা।

ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীর (বাম) এবং অধিনায়ক রোহিত শর্মা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 03 Nov 2024,
  • अपडेटेड 4:48 PM IST

 'নিজের সেরাটা দিতে পারিনি।' ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর নিজের কাঁধেই প্রায় সব দায়িত্ব তুলে নিলেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ঘরের মাঠে তিন বা ততোধিক টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হজম করতে হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ২৫ রানে হারে ভারতীয় দল। এই গোটা সিরিজে ভারতীয় দল যে প্রচুর ভুল করেছে এবং অধিনায়ক ও ব্য়াটার হিসাবে তিনিও ব্যর্থ হয়েছেন, তা মেনে নিচ্ছেন রোহিত শর্মা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'আমরা অনেক ভুল করেছি এবং সেটা মেনে নিতে হবে। আগের ম্যাচগুলিতে প্রথম ইনিংসে আমরা তেমন রান তুলতে পারিনি। এখানে ৩০ রানের লিড নিয়ে আমাদের মনে হয়েছিল আমরাই ম্য়াচে এগিয়ে এবং আমাদের লক্ষ্যটাও এমন কিছু কঠিন ছিল না। যদিও নিঃসন্দেহে আমাদের এখানে আরও ভাল করার প্রয়োজন ছিল।'রোহিত দ্বিতীয় ইনিংসে আগ্রাসী শট মারতে গিয়ে ১১ রানে ড্রেসিংরুমে ফেরেন, তারপর থেকেই শুরু হয় ব্যাটিং ধস। তবে এই বিষয়ে তা তেমন আক্ষেপ নেই। তিনি যোগ করেন, 'এই ধরনের পিচে কী হচ্ছে বা হবে না ভেবে নিজেকে আগে উদ্যোগ নিতে হয়।  এমন পিচে তো বিগত কয়েক বছর ধরে আমরা খেলছি এবং কী ভাবে খেলতে হবে সেটাও আমরা জানি। তবে এই সিরিজে সেটা সফল হয়নি, আক্ষেপ এখানেই। আর আমি অধিনায়ক বা ব্যাটার কোনওভাবেই নিজের সেরাটা দিতে পারিনি। এটাও আমায় ভাবাবে। কিন্তু দিনশেষে এটা আমাদের দলগত ব্য়র্থতা এবং সেই কারণেই হারতে হয়েছে।'

ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টে ২৫ রানে পরাজিত হয় ভারত। এই পরাজয়ের ফলে রোহিত বাহিনীর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর অঙ্কটা বেশ খানিকটা জটিল হল। অপরদিকে, প্রথমবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের এক ধাপ উপরে উঠে এল। 

Advertisement

এই সিরিজ শুরুর আগে ভারতীয় দল এই টেবিলে একেবারে শীর্ষে ছিল। টেস্টের বেস্ট হওয়ার লড়াইয়ে নাগাড়ে তৃতীয়বার নামার জন্য রোহিতরাই ফেভারিট ছিলেন। তবে নাগাড়ে তিন টেস্ট হেরে শীর্ষস্থান থেকে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে চলে এল ভারত। শীর্ষে পৌঁছল লাল বলের ক্রিকেটে তাঁদের পরবর্তী প্রতিপক্ষ তথা গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজিদের পয়েন্টের শতকরা ৬২.৫০ শতাংশ। সেখানে ভারতের পয়েন্টের শতকরা কমে দাঁড়াল ৫৮.৩৩।

অপরদিকে, নিউজিল্যান্ড (পয়েন্টের শতকরা ৫৪.৫৫) দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে চারে উঠে এল। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার (পয়েন্টের শতকরা ৫৫.৫৬) ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিউয়িরা। প্রোটিয়া বাহিনী শতকরা ৫৪.১৭ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে রয়েছে। এহেন পরিস্থিতিতে ভারতকে ফাইনালে পৌঁছতে হল বাকি পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত তিন থেকে চারটি ম্যাচ জিততে হবে। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই যে জমে গেল এবং ভারতের পথটা বেশ বেশ কঠিন হল, তা বলাই বাহুল্য।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement