IND vs NZ 1st Test Day 1: দিনের শেষে নট-আউট শ্রেয়স-জাদ্দু, ভারত ৪ উইকেটে ২৫৮

Aajtak Bangla | কানপুর | 25 Nov 2021, 4:45 PM IST

IND vs NZ, 1st Test Live| India Vs Newzealand Live Score Updates, 1st Test at Kanpur শুরু ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজে প্রথম কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে খেলতে নামল ভারতীয় দল। বিরাট কোহলি নেই, অধিনায়কত্ব সামলাচ্ছেন অজিঙ্কা রাহানে। প্রথমে টসে জিতে ব্যাট নিয়েছে ভারতীয় দল। দিনের শেষে ২৫৮ রানে ৪ উইতকেট ভারতের।

ভাল ব্যাটিং শ্রেয়স আইয়ারের। India Vs Newzealand 1st Test Day1 |

highlights

  • আজ থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড টেস্ট
  • দ্রাবিড়ের কোচিংয়ে প্রথম টেস্ট
  • ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ
  • জানুন লাইভ আপডেটস আজতক বাংলায়

IND vs NZ, 1st Test Live| India Vs Newzealand Live Score Updates, 1st Test at Kanpur শুরু ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজে প্রথম কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে খেলতে নামল ভারতীয় দল। বিরাট কোহলি নেই, অধিনায়কত্ব সামলাচ্ছেন অজিঙ্কা রাহানে। প্রথমে টসে জিতে ব্যাট নিয়েছে ভারতীয় দল। এই ম্যাচের প্রথম দিনেই নিজেদের এগিয়ে রাখতে চায় ভারত। ব্যাট হাতে শুরুটা ভাল না হলেও নিজেদের ব্যাট হাতে ভাল জায়গায় নিয়ে যেতে চায় ভারত।

4:35 PM (4 years ago)

IND vs NZ 1st Test Day 1: শেষ হল প্রথম দিনের খেলা

Posted by :- anirban

শেষ হল প্রথম দিনের খেলা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেশ ভালই ব্যাট করলেন ভারতীয় ক্রিকেটাররা। ৮৪ ওভারে ২৫৮ রানে ৪ উইকেটে প্রথম দিনের খেলা শেষ করল ভারত। দিনের শেষে ক্রিজে অপরাজিত থাকলেন শ্রেয়স আইয়ার ৭৫ রানে ও ৫০ রানে নট আউট থাকলেন রবীন্দ্র জাদেজা।

নিউজিল্যান্ডের হয়ে এই টেস্টের প্রথম দিনে ৩ উইকেট পেলেন কাইল জেমিসন। ১ উইকেট পেলেন টিম সাউদি। ১৩ রান করে আউট হন ময়ঙ্ক আগরওয়াল, ৫২ রান করেন শুভমন গিল, ২৬ করে আউট হন পূজারা ও ৩৫ রানে আউট হন রাহানে।

 

 

4:24 PM (4 years ago)

IND vs NZ Live: জাদেজার ৫০ রান

Posted by :- anirban

অর্ধশতরান করলেন রবীন্দ্র জাদেজা। ২৫১ রানে ৪ ভারতের।

4:23 PM (4 years ago)

৮২ ওভারে ২৫০ রান ভারতের

Posted by :- anirban

৪ উইকেট হারিয়ে ৮২ ওভারে ২৫০ রান করল ভারত। খেলছেন আইয়ার ও জাদেজা।

4:12 PM (4 years ago)

৮০ ওভারে ২৪১ রানে ৪ উইকেট ভারতের

Posted by :- anirban

ব্যাট হাতে ভাল খেলছেন শ্রেয়স আইয়ার। একদিকে সেঞ্চুরির দিকে এগোচ্ছেন আইয়ার, অন্যদিকে, অর্ধশতরানের দিকে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা।

3:54 PM (4 years ago)

IND vs NZ Live: ৭৫ ওভারে ২৩৩ রানে ৪ উইকেট ভারতের

Posted by :- anirban

ভাল ব্যাট করছেন শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাদেজা। ৬৫ রানে ব্যাট করছেন আইয়ার ও ৩৬ রানে খেলছেন রবীন্দ্র জাদেজা। ৭৫ ওভার শেষে ২৩৩ রানে ৪ ভারত।

3:16 PM (4 years ago)

IND vs NZ Live: অভিষেকেই শ্রেয়স আইয়ারের অর্ধ-শতরান

Posted by :- anirban

৯৪ বলে ৫০ রান পূরণ করলেন শ্রেয়স আইয়ার। ৬৮ ওভার শেষে ২০২ রানে ৪ উইকেট ভারতের।

 

 

2:27 PM (4 years ago)

IND vs NZ Live: ১৫৪ রানে ৪ উইকেট ভারতের, চা-পান বিরতি

Posted by :- anirban
2:06 PM (4 years ago)

IND vs NZ Live: ৫৪ ওভারে ১৫০ রান করল ভারত, ৪ উইকেট হারিয়েছে ভারত

Posted by :- anirban

৫৪ ওভারে ১৫০  রানে ৪ উইকেট ভারতের। ৩৫ রান করেই আউট হলেন অজিঙ্কা রাহানে। ব্যাট হাতে দায়িত্ব নিতে পারলেন টিমের দুই সিনিয়র ক্রিকেটার পূজারা ও রাহানে। খেলছেন শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাদেজা।

1:29 PM (4 years ago)

IND vs NZ Live: ৪৬ ওভার শেষে ১৩১ রানে ৩ উইকেট ভারতের

Posted by :- anirban

১৩১ রানে ৪৬ ওভারে ৩ উইকেট ভারতের। খেলছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে ও শ্রেয়স আইয়ার।

12:50 PM (4 years ago)

২৬ রানে আউট হলেন পূজারা

Posted by :- anirban

৮৮ বলে ২৬ রানে আউট হলেন পূজারা। ৩৭.৪ ওভারে ১০৬ রানে ৩ উইকেট ভারতের।

12:45 PM (4 years ago)

IND vs NZ Live: ৩৬.৩ ওভারে ১০০ রান পূরণ হল ভারতের

Posted by :- anirban

৩৬.৩ ওভারে ১০০ রান পূরণ হল ভারতের। খেলছেন পূজারা ও রাহানে।

12:45 PM (4 years ago)

IND vs NZ Live: মধ্যাহ্নভোজ বিরতির পরই আউট শুভমন

Posted by :- anirban

মধ্যাহ্নভোজ বিরতির পরই আউট হলেন শুভমন গিল। ৫২ রান করে আউট হলেন গিল। ৩০ ওভারের মাথায় আউট হয়েছেন গিল। 

11:25 AM (4 years ago)

গিলের অর্ধশতরান

Posted by :- anirban

ব্যাট হাতে ভারতকে ভাল শুরু দিলেন ওপেনার শুভমন গিল। ব্যাট হাতে নিজের হাফ-সেঞ্চুরি করলেন শুভমন গিল। ২৭ ওভার শেষে ৮০ রানে ১ উইকেট ভারতের। ৫০ রানে খেলছেন গিল, পূজারা খেলছেন ১৫ রানে।

11:18 AM (4 years ago)

IND vs NZ Live: ২৫ ওভারে ৭৮ রানে ১ উইকেট ভারতের

Posted by :- anirban

২৫ ওভার শেষে ভারতের হয়ে খেলছেন গিল ও পূজারা।

11:02 AM (4 years ago)

IND vs NZ 1st Test Live: ২০ ওভার শেষে ৬৩ রানে ১ উইকেট ভারতের

Posted by :- anirban

২০ ওভার শেষে ৬৩ রানে ১ উইকেট ভারতের। ৪০ রানে নট আউট শুভমন গিল ও ৮ রানে খেলছেন চেতেশ্বর পূজারা।

 

 

10:08 AM (4 years ago)

IND vs NZ 1st Test Live: ৭.৫ ওভারে ২১ রানে প্রথম উইকেট হারাল ভারত

Posted by :- anirban

কাইল জমিসেনের বলে প্রথম উইকেট হারাল ভারত। আউট হলেন ময়ঙ্ক আগরওয়াল। ১৩ রানে কট বিহাইন্ড হলেন ময়ঙ্ক। ৭.৫ ওভার শেষে ভারতের স্কোর ২১ রান।

10:01 AM (4 years ago)

IND vs NZ 1st Test Live: প্রথম ৬ ওভারে ১৭ রান ভারতের

Posted by :- anirban

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে ওপেন করলেন ময়ঙ্ক আগরওয়াল ও শুভমন গিল। ৯ রানে খেলছেন ময়ঙ্ক ও ৬ রান খেলছেন শুভমন গিল। ৬ ওভারে উইকেট না হারিয়ে ১৭ রান ভারতের।

 

 

9:41 AM (4 years ago)

নিউজিল্যান্ড দল-

Posted by :- anirban

টম লাথাম, উইল ইং, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, আজাজ প্যাটেল, উইল সোমারভিল।

9:39 AM (4 years ago)

টসে জিতে ব্যাটিং ভারতের

Posted by :- anirban

দেখুন টসের মুহূর্তে-

 

 

9:21 AM (4 years ago)

টেস্টে অভিষেক ঘটল শ্রেয়স আইয়ারের, দেখে নিন ভারতীয় দল

Posted by :- anirban

টেস্টে অভিষেক করলেন শ্রেয়স আইয়ার। একই সঙ্গে দলে রয়েছে ময়ঙ্ক আগরওয়াল, অক্ষর প্যাটেল, উমেশ যাদবরা। একই সঙ্গে উইকেটরক্ষক হিসাবে দলে আছেন বাংলার ঋদ্ধিমান সাহাও। এই টেস্ট কোচ দ্রাবিড়ের প্রথম। ভারত বনাম নিউজিল্যান্ড এই টেস্টে কতটা নিজেদের তুলে ধরতে পারে ভারতীয় দল, এটাই এখন দেখার।

এক নজরে ভারতীয় দল-

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, ঈশান্ত শর্মা।