Advertisement

India vs Pakistan Asia Cup 2023: শনিবার ভারত vs পাক ম্যাচে বৃষ্টির আশঙ্কা, চিন্তায় ক্রিকেটপ্রেমীরা

২ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দলই মুখোমুখি হবে, কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি কি প্রভাব ফেলবে? আসলে ক্রিকেট ভক্তদের জন্য  ভালো খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। তাদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এ ছাড়া প্রবল বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

ভারত ও পাকিস্তান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2023,
  • अपडेटेड 1:16 PM IST

২ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দলই মুখোমুখি হবে, কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি কি প্রভাব ফেলবে? আসলে ক্রিকেট ভক্তদের জন্য  ভালো খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। তাদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এ ছাড়া প্রবল বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
 

ভারত-পাকিস্তান ম্যাচের দিন কি বৃষ্টি হবে?
ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। Weather.com এর মতে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এছাড়া এদিন ক্যান্ডির আবহাওয়া থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এটা ক্রিকেট ভক্তদের জন্য সুখবর নয়। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট ভক্তরা। এবারের এশিয়া কাপে তিনবার দেখা যেতে পারে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মেগা ম্যাচ। শুধুমাত্র এশিয়া কাপ নয়, বিশ্বকাপও (ICC World Cup 2023) মুখোমুখি হবে দুই দল। পাকিস্তান আয়োজনের দায়িত্ব পেলেও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। ফলে রোহিত শর্মারা তাদের সমস্ত ম্যাচ খেলবেন শ্রীলঙ্কায়। 
বুধবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রবিবার তারা প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এরপর সুপার ফোরে দুই দল উঠলে আবারও ভারত-পাক ম্যাচ হতে পারে। ফাইনালেও মুখোমুখি হতে পারে দুই দল।  

২ সেপ্টেম্বর ক্যান্ডিতে ম্যাচটি হওয়ার কথা
উল্লেখ্য ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে। এটিই হবে ভারতীয় দলের এশিয়া কাপ ২০২৩-এর প্রথম ম্যাচ। একই সঙ্গে পাকিস্তান দলের দ্বিতীয় ম্যাচ হবে। এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নেপাল। মুলতানে পাকিস্তান ও নেপালের ম্যাচে নেপালকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে পাকিস্তান।

ভারত ছাড়াও গ্রুপ-এ রয়েছে পাকিস্তান ও নেপাল। গ্রুপ-বি-তে শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ ম্যাচের পর সুপার-ফোরের ম্যাচ অনুষ্ঠিত হবে। উভয় গ্রুপের সেরা ২ দল পরের রাউন্ড অর্থাৎ সুপার-৪-এর জন্য যোগ্যতা অর্জন করবে। এরপর ১৭ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement