Advertisement

India vs Pakistan: ফের নায়ক হরমনপ্রীত, পিছিয়ে পড়েও ক্যাপ্টেনের গোলে পাকিস্তানকে হারাল ভারত

পিছিয়ে থেকেও পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জয় পেল ভারত। ম্যাচের হিরো সেই হরমনপ্রীত সিং। ক্যাপ্টেনের মতোই দলকে কঠিন সময় দিশা দেখালেন তিনি। প্যারিস অলিম্পিক্সের পর এবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২-১ গোলে জিতল ভারত।  

indian hockey teamindian hockey team
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2024,
  • अपडेटेड 3:10 PM IST

পিছিয়ে থেকেও পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জয় পেল ভারত। ম্যাচের হিরো সেই হরমনপ্রীত সিং। ক্যাপ্টেনের মতোই দলকে কঠিন সময় দিশা দেখালেন তিনি। প্যারিস অলিম্পিক্সের পর এবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২-১ গোলে জিতল ভারত।  

প্রথম কোয়ার্টারে ৭ মিনিটেই ফিল্ড গোল থেকে দলকে এগিয়ে দেন পাকিস্তানের আহমেদ নাদিম। হানান শাহিদ দারুণভাবে আক্রমণে এগিয়ে আসেন। সোজা পাস দেন নাদিমকে। তিনি ছোট্ট একটা ফ্লিকে বল জালে জড়িয়ে দেন। ম্যাচের বয়স তখন মাত্র ৭ মিনিট। পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁজ বাড়ায় ভারতীয় দল। ১৩ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পেয়ে যায় ভারত। সেখান থেকে গোল করতে ভুল করেননি হরমনপ্রীত সিং। 

এখানেই থেমে থাকেনি ভারতীয় দল। এর মধ্যেই পাকিস্তানের আজাজ আহমেদ গ্রিন কার্ড দেখায় পাকিস্তান ১০ জনে খেলতে থাকে। ১৮ মিনিটেই লিড নিয়ে নেয় ভারত। উত্তম পেনাল্টি কর্নার এনে দেন ভারতীয় দলকে। সেখান থেকে ফের গোল করে যান হরমনপ্রীত। ২২ মিনিটে আবু মেহমুদ হাঁটুতে চোট পেয়ে বাইরে চলে যাওয়ায় পাকিস্তানের সমস্যা আরও বেড়ে যায়। অন্যদিকে ভারতের ডিফেন্ডাররা দারুণভাবে শেপ বজায় রাখায় জায়গাই পাচ্ছিলেন না পাক খেলোয়াড়রা। 

আরও পড়ুন

দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি কর্নার পেলেও সেই পেনাল্টি কর্নার দারুণ সেভ করে ভারতের ডিফেন্স। শেষ কোয়ার্টারে ফের পেনাল্টি কর্নার পেলেও সেখান থেকে গোল করতে পারেননি হরমনপ্রীত। সেটা হলে হ্যাটট্রিক হয়ে যেত ভারতীয় দলের ক্যাপ্টেনের। তবে সুযোগ এসে গিয়েছিল পাকিস্তানের সামনেও। পেনাল্টি কর্নার থেকে পাঠক দুইবার সেভ করে ভারতীয় দলের এগিয়ে থাকা নিশ্চিত করেন। তবে এরপরেই হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় সুফিয়ানকে। ফলে ৫ মিনিট ১০ জনে খেলতে হয় পাক দলকে। একে এক গোলে পিছিয়ে থাকা তারপর আবার একজন কম। ফলে ফলে ম্যাচে আর ফেরত আসতে পারেনি পাক দল।    

Advertisement
Read more!
Advertisement
Advertisement