Advertisement

India vs Pakistan Hockey: দুরন্ত আরাইজিৎ সিং, হকিতে পাকিস্তানকে হারিয়ে এশিয়ার সেরা ভারতের ছোটরা

পাকিস্তানকে হকিতে হারিয়ে এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হল ভারতের ছোটরা। বুধবার ফাইনালে পিআর শ্রীজেশের দল ৫-৩ ব্যবধানে হারাল পাকিস্তানকে। ম্যাচের শেষ ১০ মিনিট দারুণ খেলে বাজিমাত করল ভারতের ভবিষ্যতের তারকারা। এই নিয়ে ছোটদের এশিয়া কাপ হকিতে পঞ্চম বার চ্যাম্পিয়ন হল ভারত।

India vs pakistan hockeyIndia vs pakistan hockey
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2024,
  • अपडेटेड 11:16 PM IST

পাকিস্তানকে হকিতে হারিয়ে এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হল ভারতের ছোটরা। বুধবার ফাইনালে পিআর শ্রীজেশের দল ৫-৩ ব্যবধানে হারাল পাকিস্তানকে। ম্যাচের শেষ ১০ মিনিট দারুণ খেলে বাজিমাত করল ভারতের ভবিষ্যতের তারকারা। এই নিয়ে ছোটদের এশিয়া কাপ হকিতে পঞ্চম বার চ্যাম্পিয়ন হল ভারত।

ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে গিয়েছিল পাকিস্তান। হান্নান শহিদের গোলে এগিয়ে যায় তারা। যদিও তারা বেশি ক্ষণ লিড ধরে রাখতে পারেনি। গোল খাওয়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় ভারত। ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতা ফেরান আরাইজিৎ সিং হুন্ডাই। প্রথম ১৫ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয় কোয়ার্টারে ধীরে ধীরে মাঝ মাঠের দখল নিতে শুরু করে ভারতীয় দল। প্রতিপক্ষের খেলোয়াড়েরা বল পেলেই প্রেস করে ভারতীয়রা তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে শুরু করেন। পাকিস্তানের অর্ধে চাপ তৈরির চেষ্টা করে শ্রীজেশের দল। ম্যাচের ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার কাজে লাগায় ভারত। এ বারও গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আরাইজিৎ। পরের মিনিটেই ভারতের পক্ষে ৩-১ করেন দিলরাজ সিং। ভারত আক্রমণের তীব্রতা বজার রাখলেও দ্বিতীয় কোয়ার্টার শেষ হওযার ১১ সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান সুফিয়ান খান। যদিও ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ভারত।

আরও পড়ুন

তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। ভারতের রক্ষণকে ব্যস্ত রাখার চেষ্টা করেন পাকিস্তানের আক্রমণ ভাগের খেলোয়াড়েরা। শুরু হয় কিছুটা গা জোয়ারি হকি। এ সময় দু’দলের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় পাকিস্তান। যদিও ভারতীয় দল তৃতীয় কোয়ার্টারে গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করেছে। ৪৫ মিনিটের খেলা ৩-৩ শেষ হওয়ার পর শেষ ১৫ মিনিট বা চতুর্থ কোয়ার্টার দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই সময়েই বাজিমাত করে ভারত। ৪৬ মিনিটের মাথায় ভারতকে আবার এগিয়ে দেন আরাইজিৎ। এর পর আর পেরে ওঠেনি পাকিস্তান। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে ভারতীয় দল। ৫৬ মিনিটের মাথায় ভারত ৫-৩ ব্যবধানে এগিয়ে যায়। এই গোলটিও এসেছে আরাইজিতের স্টিক থেকে। এর মাঝে অবশ্য এক বার দলের পতন রোখেন ভারতীয় দলের গোলরক্ষক।

Advertisement
Read more!
Advertisement
Advertisement