Advertisement

India vs Pakistan: 'ভিক্ষা নয়, সম্মান চাই,' Asia Cup-এ টিম ইন্ডিয়ার পাকিস্তান যাওয়া নিয়ে বিস্ফোরক PCB

পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এশিয়া কাপ ২০২৩-এর জন্য একটি 'হাইব্রিড মডেল' প্রস্তাব করেছে। এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ভারত পাকিস্তানে এই টুর্নামেন্ট খেলতে যবে না বলে জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এর পরেই পাকিস্তানের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও পাকিস্তানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা কোনও ভিক্ষা চান না।  

ভারত-পাকিস্তান
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Apr 2023,
  • अपडेटेड 9:09 AM IST
  • এশিয়া কাপে পাকিস্তান যাচ্ছে না ভারত
  • পাল্টা দিলেন PCB চেয়ারম্যাব

পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এশিয়া কাপ ২০২৩-এর জন্য একটি 'হাইব্রিড মডেল' প্রস্তাব করেছে। এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ভারত পাকিস্তানে এই টুর্নামেন্ট খেলতে যবে না বলে জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এর পরেই পাকিস্তানের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও পাকিস্তানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা কোনও ভিক্ষা চান না।  

হাইব্রিড মডেল কী?
ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে দীর্ঘদিন পাকিস্তানে খেলতে যায়নি কোনও দলই। পাকিস্তান তাদের হোম ম্যাচ খেলত দুবাইতে। তবে গত বেশকিছু বছরে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। পাকিস্তানে নির্বিঘ্নে সিরিজ খেলেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। সেই জন্যই এবারে এশিয়া কাপ আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। তবুও পারস্পারিক সম্পর্কের কথা বিচার করে পাকিস্তানে ভারতীয় দলকে ছাড়তে নারাজ কেন্দ্রীয় সরকার। এমন অবস্থায় বিকল্প ব্যবস্থার কথা জানায় পিসিবি। তাঁরা জানান, পাকিস্তান সহ অন্য দেশগুলি পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ খেললেও রোহিতরা অন্য দেশে খেলবেন। এ সময় শেঠি আরও বলেন, 'আমরা অভাবী নই। নিজেরাই আর্থিকভাবে শক্তিশালী হতে পারি। আমরা ভারতের বিরুদ্ধে সম্মানের সঙ্গে খেলতে চাই। এ বিষয়ে আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে আলোচনা করছি।' 
 

এসসিও বৈঠকে কি ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত হতে পারে?
পিটিআইয়ের খবর অনুযায়ী, আগামী মাসে গোয়ায় অনুষ্ঠিত হতে চলা বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এসসিও বৈঠকে ক্রিকেট নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে আশা প্রকাশ করছেন পিসিবি চেয়ারম্যান। এই বৈঠকের পর কোনো উপায় বের হবে বলে আশাবাদী শেঠি।

শেঠি বলেন, দুই দেশের সম্পর্কের জমে থাকা বরফ যদি গলে যায় তবে ভারত ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আসতে পারে।' শেঠি আরও বলেন, 'পাকিস্তান সরকার ভারতের সঙ্গে ক্রিকেট খেলায় কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি।' 

Advertisement


এশিয়া কাপ প্রসঙ্গে একথা বলেছেন  
শেঠি বলেন, এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হলে ক্রিকেট বিশ্বকাপেও একই কাজ করবে পাকিস্তান। 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ ভারতে অক্টোবর-নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এশিয়া কাপে অংশ নেবে ৬টি দল। এর মধ্যে থাকবে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং  আরেকটি কোয়ালিফায়ার দল। নেপালে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপের বাছাইপর্ব।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement