দুর্দান্ত বোলিং ভারতীয় দলের। টি২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দারুণ ছন্দে দীপক চাহার ও আর্শদীপ সিং। প্রথম তিন ওভারেই দক্ষিণ আফ্রিকার পাঁচ ব্যাটারকে প্যাভেলিয়ানে পাঠিয়ে দেন তাঁরা। নয় রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা (South Africa)। ভারতের দুই বোলারই দক্ষিন আফ্রিকার অর্ধেক দলকে প্যাভেলিয়ানে পাঠিয়ে দেন। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।
এক ওভারেই তিন উইকেট নেন আর্শদীপ
দারুণ বল করেন আর্শদীপ সিং। এক ওভারেই তিন তিনটি উইকেট তুলে নেন তিনি। যার মধ্যে শেষ দুই বলে দুটি উইকেট তুলে নেন তিনি। অন্যদিকে দীপক চাহার দুই ওভারে দু'টি উইকেট তুলে নেন।
৩৫ বলে ৪১ রান করেন কেশব মহারাজ
দারুণ ব্যাট করেন মহারাজ। শেষ ওভারের প্রথম বলে বোল্ড হন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। হর্ষাল প্যাটেলের ইয়র্কার বলে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল পাঁচটা চার ও দু'টো ছক্কা। তিনি আর পার্নেল ছাড়া সে ভাবে কাউই দাঁড়াতে পারেননি।
২৪ রান করে আউট হন পার্নেলও
ভারতের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন পার্নেল। ১৬ তম ওভারে ফর্মে থাকা অক্ষর প্যাটেলের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ আউট হন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। ৩৭ বলে ২৪ রান করে আউট হন তিনি। ২৪ বল খেলে ২৫ রান করে আউট হন এইডেন মার্করামও। ৭২ রানে সাত উইকেট হারায় প্রোটিয়ারা।
ভারত: রোহিত শর্মা (সি), কেএল রাহুল (ভিসি), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, আর. অশ্বিন, অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, আর্শদীপ সিং
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিক্স, টেম্বা বাভুমা (সি), এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিচ নর্টজে, ওয়েন পার্নেল, তাবরেজ শামসি।