Advertisement

India vs South Africa T20I: টি২০-তে রাজা টিম ইন্ডিয়াই, ঘরের মাঠে ৬১ রানে হারল দক্ষিণ আফ্রিকা

দারুণ ছন্দে ভারতের টি২০ দল। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশের মাটিতে হারাল সূর্যকুমার যাদবের দল। টসে জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। তবে তাতেও চার ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হারতে হল তাদের। স্পিন দক্ষতায় ভর করেই ডারবানে সিরিজের প্রথম ম্যাচ জিতল ভারত।

IND vs SAIND vs SA
Aajtak Bangla
  • ডারবান,
  • 09 Nov 2024,
  • अपडेटेड 12:14 AM IST

দারুণ ছন্দে ভারতের টি২০ দল। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশের মাটিতে হারাল সূর্যকুমার যাদবের দল। টসে জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। তবে তাতেও চার ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হারতে হল তাদের। স্পিন দক্ষতায় ভর করেই ডারবানে সিরিজের প্রথম ম্যাচ জিতল ভারত।

শুরু থেকেই দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেয় টিম ইন্ডিয়া। শুরুতে অভিষেক শর্মা ব্যর্থ হলেও দারুণ ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। মাত্র ৫০ বলে ১০৭ রানের ইনিংসে ছিল সাতটা চার ও ১০টা ছক্কা। ক্যাপ্টেন সূর্যকুমার যতক্ষণ স্যামসনের সঙ্গেছিলেন ততক্ষণ মনে হচ্ছিল ভারতীয় দল ফের বিরাট রানের টার্গেট দেবে। তবে ১৭ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হতে রানের গতি কিছুটা কমে। তবে তিলক ভর্মা ১৮ বলে ৩৩ রান করে আউট হন। হার্দিক পান্ডিয়া ব্যর্থ হন। ২ রান করেই ফেরেন তিনি। রিঙ্কু সিং থেকে শুরু করে লোয়ার অর্ডার সেভাবে রান করতে না পারলেও ২০২ রানে শেষ হয় ভারতের ইনিংস।  

জবাবে ব্যাট করতে নেমে রবি বিষ্নোই ও বরুণ চক্রবর্তীর দাপটে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। বড় রানের চাপ সামলাতে না পেরে পরপর উইকেট হারাতে থাকে তারা। রায়ান র‍াকেটন ছাড়া কেউই সেভাবে রান পাননি। ওপেনার আউট হন ১১ বলে ২১ রান করে। হেনরিখ ক্লাসেন মাত্র ২৫ রান করে ফেরেন। তিনি আবার খরচ করে ফেলেন ২২ বল। বরুণ ও রবি ৩টি করে উইকেট নেন।      

আরও পড়ুন

শেষদিকে কর্টজে কিছুটা চেষ্টা চালালেও তা যথেষ্ট ছিল না। তিনি ১১ বলে ২৩ রান করে আউট হতেই সব আশা শেষ হয় দক্ষিণ আফ্রিকার। তাঁর ক্যাচ ধরেন পরিবর্ত হিসেবে নামা রমনদীপ সিং। শেষ অবধি ১৪১ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।      

Read more!
Advertisement
Advertisement