Advertisement

India vs South Africa 2nd T20I: ৫ উইকেট নিয়েও হার বাঁচাতে পারলেন না বরুণ, ব্যাটারদের ব্যর্থতায় ডুবল ভারত

India vs South Africa 2nd T20I: India vs South Africa 2nd T20I: কাজে এল না বরুণ চক্রবর্তীর অসাধারণ বোলিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৫ উইকেট নিলেও হারতে হল ভারতীয় দলকে। সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2024,
  • अपडेटेड 11:31 PM IST

India vs South Africa 2nd T20I: কাজে এল না বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) অসাধারণ বোলিং। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৫ উইকেট নিলেও হারতে হল ভারতীয় দলকে (Team India)। সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।

শুরুতে ব্যাট করতে নেমে এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাট হাতে দাঁড়াতেই পারলেন না সঞ্জু স্যামসন (Sanju Samson), সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তার জেরেই মাত্র ১২৫ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার ইনিংস। ভারতের হয়ে ৩৯ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। এছাড়া আর কেউ রান করতে পারেনি। শূন্যরানে আউট হন সঞ্জু। প্রথম ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেও, এই ম্যাচে ব্যর্থ তিনি। ৪ রান করেন অভিষেক শর্মা এবং সূর্যকুমার। তিলক ভার্মা করেন ২০ রান। ২৭ রান করেন অক্ষর প্যাটেল। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন মার্কো জনসেন, কোটজে, সেমিলেন, মার্কারম এবং পিটার। 

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে স্টাবস। ৪৭ রানে অপরাজিত তিনি। ২৪ রান করেন রেজা হেনড্রিক্স। ভারতের হয়ে ৫ উইকেট বরুণ চক্রবর্তীর। একটি করে উইকেট অর্শদীপ সিং, রবি বিষ্ণই-এর।

তবে প্রশ্ন উঠবে শেষদিকে অক্ষর প্যাটেলের ওভার থাকতেও কেন তাঁকে ব্যবহার করলেন না সূর্যকুমার? একটা সময়, দক্ষিণ আফ্রিকা পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। শেষদিকে আভেশ খান ও আর্শদীপকে বল দিয়ে ডুবতে হল ভারতকে। চার ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে আনল দক্ষিণ আফ্রিকা। বাকি দুই ম্যাচই সিরিজের ভাগ্য গড়ে দেবে। এই হারের পর বুধবারের ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন হয় কিনা সেটাই এখন দেখার। স্কোয়াডে রমনদীপ সিং রয়েছেন। তাঁকে ব্যবহার করতে পারলে ব্যাটিং-এ আরও গভীরতা বাড়াতে পারবে ভারতীয় দল।    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement