Advertisement

India VS South Africa 2nd Test: বাদ পড়তে পারেন ৩ ক্রিকেটার, দ্বিতীয় টেস্টে ভারতের দলে কারা?

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে মরিয়া ছিল টিম ইন্ডিয়া (Team India)। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট হেরে সেই স্বপ্ন ভেঙে গেলেও, সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সেঞ্চুরিয়ানে এক ইনিংস ও ৩২ রানে হারতে হয়েছে ভারতীয় দলকে। কেপটাউনে সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়াতে হবে ভারতকে। দক্ষিণ আফ্রিকার (India VS South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনটি বদল আনতে পারে ভারতীয় দল। কেমন হতে পারে ভারতের দল?

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jan 2024,
  • अपडेटेड 1:45 PM IST

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে মরিয়া ছিল টিম ইন্ডিয়া (Team India)। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট হেরে সেই স্বপ্ন ভেঙে গেলেও, সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সেঞ্চুরিয়ানে এক ইনিংস ও ৩২ রানে হারতে হয়েছে ভারতীয় দলকে। কেপটাউনে সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়াতে হবে ভারতকে। দক্ষিণ আফ্রিকার (India VS South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনটি বদল আনতে পারে ভারতীয় দল। কেমন হতে পারে ভারতের দল?

কারা বাদ পড়তে পারেন?
দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন তিন ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন প্রশিদ্ধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন ও শার্দূল ঠাকুর। প্রশিদ্ধ কৃষ্ণা বল হাতে তেম্ন ছাপ ফেলতে পারেননি। পাশাপাশি অনেক রান দিয়েছেন সেঞ্চুরিয়ান টেস্টে। অভিষেক ম্যাচে ৯৩ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন তিনি। গড় ৯৩.০০। ছাপ ফেলতে না পারায় বাদ পড়তে পারেন রবিচন্দ্রন অশ্বিনও।  দু’ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ৮ রান করেছেন। নিয়েছেন মাত্র ১ উইকেট। শার্দূল ঠাকুরকেও অলরাউন্ডার হিসেবেই দলে নেওয়া হয়েছিল। তিনিও নিরাশ করেছেন। ফলে তাঁকেও বাদ পড়তে হতে পারে।

কারা দলে সুযোগ পেতে পারেন?
দলে সুযোগ পেতে পারেন বাংলার পেসার মুকেশ কুমার। প্রথম টেস্টে এক জন ভাল পেসারের অভাব বোধ করেছে ভারত। দ্বিতীয় টেস্টের আগে নেটে মুকেশের বলে ৪৫ মিনিট ব্যাট করেছেন রোহিত। তার থেকেই স্পষ্ট দ্বিতীয় টেস্টে দলে ঢুকতে পারেন তিনি। শামি না থাকায় পেসারদের ধারাবাহিকতার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তাই দলে নেওয়া হতে পারে আভেশ খানকে। শামির জায়গায় তাঁকে স্কোয়াডে নেওয়া হলেও প্রথম টেস্টে তাঁর জায়গা হয়নি। পিঠের চোটের সমস্যা কাটিয়ে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজাকে। 

কেমন হতে পারে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আবেশ খান   

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement