Advertisement

India VS South Africa 2nd Test: কেশব নামতেই স্টেডিয়ামে রাম ভজন, প্রণাম করে 'ধনুকধারী' বিরাট, VIRAL ভিডিও

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একেবারে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। লাঞ্চের আগেই মাত্র ৫৫ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। তবে কেপটাউনে অনুষ্ঠিত সেই ম্যাচেই দেখা যায় দারুণ এক দৃশ্য। বিরাট কোহলিকে দেখা গেল জয় শ্রী রাম গানে রীতিমত নাচ করতে। 

Virat Kohli, India vs south africaVirat Kohli, India vs south africa
Aajtak Bangla
  • কেপটাউন,
  • 03 Jan 2024,
  • अपडेटेड 5:30 PM IST
  • ৫৫ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস
  • একাই ছয় উইকেট তুলে নেন সিরাজ

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একেবারে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। লাঞ্চের আগেই মাত্র ৫৫ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। তবে কেপটাউনে অনুষ্ঠিত সেই ম্যাচেই দেখা যায় দারুণ এক দৃশ্য। বিরাট কোহলিকে দেখা গেল জয় শ্রী রাম গানে রীতিমত নাচ করতে। 

ক্রিকেট মাঠে বিরাট কোহলির নাচ দেখা যায় বরাবরই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হলেও কেশব মহারাজ যখনই ব্যাট করতে আসেন তখনই ডিজে বাজাতে থাকেন জয় সিয়ারাম গান। এ নিয়ে আগের ম্যাচে মহারাজের সঙ্গে কথাও বলতে শোনা গিয়েছিল ভারতের উইকেটকিপার কেএল রাহুলকে। স্ট্যাম্প মাইকে শোনা যায় সে কথা। আর দ্বিতীয় টেস্টে দেখা গেল কেসব মহারাজ ব্যাট করতে আসতেই ফের বাজল সেই গান। আর সেই সময়েই হাত জোড় করে নমস্কার করতে দেখা গেল বিরাটকে। পাশাপাশি তীরধনুক চালানোর মতো অ্যাকশনও করলেন কিং কোহলি।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ঘিরে গোটা দেশ জুড়ে উন্মাদনা দেখা যাচ্ছে। আর সেই উন্মাদনার মাঝেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বিরাটের এই কাজের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেশব যখন ব্যাট করতে আসছিলেন সে সময় টিম ইন্ডিয়া চালকের আসনে। মাত্র ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। সেখন থেকে মহারাজও দলকে উদ্ধার করতে পারেননি। মাত্র ৫৫ রানেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।     

১৩ বল খেলে মাত্র ৩ রান করে আউট হয়ে যান কেশব। একাই ছয় উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। দিনের শুরু থেকেই উইকেট নিতে থাকে ভারত। ম্যাচে ৯ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট নেন সিরাজ। তিনি এইডেন মার্করাম, ডিন এলগার, টনি ডি জর্জি, ডেভিড বেডিংহাম, কাইল ভার্গেন এবং মার্কো জানসেনকে আউট করেন। ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর ৩৪ রানে পঞ্চম উইকেট হারায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ৫৫ রানে গুটিয়ে যায় আফ্রিকার পুরো ইনিংস। ঘরের দলের হয়ে ভারিয়ানে ১৫ রান এবং বেডিংহাম ১২ রান করেন। এছাড়া কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

Advertisement

টেস্ট ইতিহাসে ভারতীয় দলের বিরুদ্ধে এক ইনিংসে আফ্রিকা দলের এটি সবচেয়ে অল্প স্কোর। এর আগে, ২০১৫ সালের নভেম্বরে ভারতের বিরুদ্ধে সবচেয়ে কম স্কোর করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর নাগপুর টেস্টে আফ্রিকান দল গুটিয়ে যায় ৭৯ রানে। সেই ম্যাচে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন।

Read more!
Advertisement
Advertisement