Advertisement

India VS South Africa 1st Test: সেঞ্চুরিয়ান টেস্টে বৃষ্টির আশঙ্কা, ভারত VS দঃআফ্রিকা ম্যাচ হবে তো?

মঙ্গলবার সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার (India VS South Africa) বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় দল (Team India)। বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তন করছেন একাধিক তারকা ক্রিকেটার। সেই তালিকায় যেমন রয়েছেন স্বয়ং ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma), ঠিক তেমনই ফিরছেন বিরাট কোহলিও (Virat Kohli)। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনও বিশ্বকাপের পর এই সিরিজেই টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছেন। সেঞ্চুরিয়ানে যদিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বারেবারে ম্যাচ বিঘ্নিত হতে পারে।

Centurion rainCenturion rain
Aajtak Bangla
  • সেঞ্চুরিয়ান,
  • 26 Dec 2023,
  • अपडेटेड 8:29 AM IST

মঙ্গলবার সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার (India VS South Africa) বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় দল (Team India)। বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তন করছেন একাধিক তারকা ক্রিকেটার। সেই তালিকায় যেমন রয়েছেন স্বয়ং ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma), ঠিক তেমনই ফিরছেন বিরাট কোহলিও (Virat Kohli)। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনও বিশ্বকাপের পর এই সিরিজেই টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছেন। সেঞ্চুরিয়ানে যদিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বারেবারে ম্যাচ বিঘ্নিত হতে পারে।

কবে বৃষ্টি হতে পারে?
সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের পাঁচদিনই বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ম্যাচের প্রথম দিন নাগাড়ে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে টস হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। তাপমাত্রা ২৩ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে দ্বিতীয় দিনে আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টির হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। ম্যাচের তৃতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবে প্রথম সেশনে কয়েক পশলা বৃষ্টির জেরে খেলা খানিকক্ষণ বন্ধ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পরের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। চিন্তা আরও বাড়িয়েছে ম্য়াচের শেষ দুই দিন অর্থাৎ চতুর্থ ও পঞ্চম দিনে মুষলধারে বৃষ্টির জেরে খেলা হওয়ার সম্ভাবনা বেশ কম বলেই মনে করা হচ্ছে। 

কিপিং কে করবেন?
এই ম্যাচে ভারতীয় দলের হয়ে কিপিং কে করবেন তা নিয়ে অনেক জল্পনা ছিল। ম্যাচের আগে সেই কথাই জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। কেএল রাহুল (KL Rahul) সীমিত ওভারের ক্রিকেটে কিপিং করলেও, টেস্টে সাধারনত কিপিং করেন না। ঈশান কিষাণকেও পাওয়া যাচ্ছে না। কেএস ভরতের ব্যাটিং নিয়ে সংশয় থাকছেই। তবে প্রথম টেস্টে আগে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) প্রায় নিশ্চিত করে দিলেন যে কেএল রাহুলই টেস্টে কিপিং করবেন।

দ্রাবিড় বলেন, 'এটা দারুণ একটা চ্যালেঞ্জ। একটা নতুন কিছু করার সুযোগ রয়েছে ওর কাছে। ঈশান না থাকায় আমাদের কাছে দুই জনের বিকল্পের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ ছিল। রাহুল এই নতুন চ্যালেঞ্জটা নেওয়ার জন্য বেশ আত্মবিশ্বাসী। জানি লাল বলের ক্রিকেটে ও এই বিষয়টার সঙ্গে খুব একটা পরিচিত নয়। তবে ৫০ ওভারের ফর্ম্যাটে তো এর আগে কিপিং করেছে। সেই অভিজ্ঞতাটাই যথেষ্ট।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement