Advertisement

India vs South Africa T20 Series: ভারতীয় দলে অভিষেক হতে পারে KKR তারকার, দঃ আফ্রিকার বিরুদ্ধে দলে আর কারা?

ভারতীয় দল (India vs South Africa) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামছে। সিরিজের প্রথম ম্যাচটি আজ (৪ নভেম্বর) খেলা হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারবানের কিংসমিড স্টেডিয়ামে। ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে ম্যাচটি। আর টস হবে আধাঘণ্টা আগে অর্থাৎ ৮টায়। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে এই ম্যাচে নামছে টিম ইন্ডিয়া (Team India)। তবে এই ম্যাচে রমনদীপ সিং-এর সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। 

suryakumar yadav, ramandeep singh, rinku singhsuryakumar yadav, ramandeep singh, rinku singh
Aajtak Bangla
  • ডারবান,
  • 08 Nov 2024,
  • अपडेटेड 1:41 PM IST

ভারতীয় দল (India vs South Africa) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামছে। সিরিজের প্রথম ম্যাচটি আজ (৪ নভেম্বর) খেলা হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারবানের কিংসমিড স্টেডিয়ামে। ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে ম্যাচটি। আর টস হবে আধাঘণ্টা আগে অর্থাৎ ৮টায়। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে এই ম্যাচে নামছে টিম ইন্ডিয়া (Team India)। তবে এই ম্যাচে রমনদীপ সিং-এর সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। 

দলে কারা সুযোগ পাবেন?
ভারতীয় দলের নেতৃত্ব সূর্যকুমার যাদবের হাতে, এই ম্যাচে তিনি শক্তিশালী দল মাঠে নামতে চান। অভিষেক শর্মা ওপেনিংয়ে দায়িত্ব নেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জ স্যামসন। যেখানে মিডল অর্ডারে অধিনায়ক সূর্য ছাড়াও তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, রমনদীপ সিং দায়িত্ব সামলাতে পারেন। এরপর বোলিংয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে অক্ষর প্যাটেল, আভেশ খান, আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তীকে।
অভিষেক হতে পারে রমনদীপেরও  
এই ম্যাচ থেকে অভিষেক হতে পারে দুই খেলোয়াড়ের। একজন ভারতীয় অলরাউন্ডার হতে পারেন রমনদীপ সিং। কেকেআর-এর হয়ে দারুণ ক্রিকেট খেলেছেন তিনি। সুযোগ পেলে এটাই হবে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এ ইডেন মার্করামও অলরাউন্ডার অ্যান্ডিলে সিমেলেনকে দলে দিতে পারেন।

এই টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে অনেক নতুন এবং তরুণ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢুকলেন মিডল অর্ডার ব্যাটসম্যান রমনদীপ সিং ও ফাস্ট বোলার বিজয়কুমার বৈশাক। দুই খেলোয়াড়ই প্রথমবারের মতো সিনিয়র ভারতীয় দলে জায়গা পেয়েছেন। দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার যশ দয়ালও। তবে চোটের কারণে দলে নেই ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব ও অলরাউন্ডার শিবম দুবে। অলরাউন্ডার রিয়ান পরাগও দলে নেই। 

কেমন হতে পারে দুই দল
ভারত-দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্লেয়িং-১১ ভারতীয় দল: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, রমনদীপ সিং, অক্ষর প্যাটেল, আভেশখান, আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী। 

Advertisement

দক্ষিণ আফ্রিকা দল: রেজা হেন্ড্রিক্স, রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), এ ইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টারস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন/জেরাল্ড কোয়েটজি, অ্যান্ডিল সিমেলেন, নকাবা পিটার, কেশব মহারাজ এবং ওটনিয়েল বার্টম্যান।

Read more!
Advertisement
Advertisement